গাড়ি চাপা
মানিকগঞ্জে গাড়ি চাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়ায় গাড়ি চাপায় আব্দুস সালাম ও ছানোয়ার হোসেন নামে দুই সবজি বিক্রেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামের সাইজুদ্দিনের ছেলে আব্দুস সালাম এবং আবদুস ছামাদের ছেলে ছানোয়ার হোসেন।
আরও পড়ুন: সাজেকে সড়ক দুর্ঘটনা: মৃত্যু বেড়ে ৯
গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, সকালে মানিকগঞ্জের জাগীর সবজি আড়ত থেকে সবজি কিনে কাটিগ্রাম বাজারে যাচ্ছিলেন তারা। যাত্রাপথে তাদের বহন করা ভ্যানটিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানচালক রাস্তার পাশে পড়ে গেলেও ওই দুই সবজি বিক্রেতা ঘটনাস্থলেই মারা যায়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহত দুইজনের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত গাড়িটি ও চালককে আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
৭ মাস আগে
মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকারের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত ও অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান (৩২) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের আবুল খায়েরের ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী উজ্জল হোসেন (৩৫) ও তার স্ত্রী রেশমা বেগমকে (২৮) গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ট্রাক চাপায় গৃহবধূ নিহত
ঘিওর থানা পুলিশ জানায়, বিকেলে সাইদুর তার খালাতো বোন রেশমা ও তার স্বামী উজ্জলকে নিয়ে সাভারের একটি গার্মেন্টস এ নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পাচুরিয়া এলাকায় তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে অজ্ঞাত একটি প্রাইভেটকার চাপা দেয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, শনাক্ত প্রায় ৫০ শতাংশ
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
৩ বছর আগে