একমুখী যানজট
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একমুখী যানজট
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শনিবারের মতো রবিবারও ঢাকামুখী মানুষের চাপ রয়েছে। এই মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আরও পড়ুন: ঘরমুখো মানুষের চাপেও যানজটমুক্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
সংশ্লিষ্টরা জানান, মাঝে মাঝে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অধিকাংশ ফাঁকা গাড়িগুলো দীর্ঘ যানজটের সৃষ্টি করছে। আবার ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। কখনও আবার ধীর গতিতে থেমে থেমে চলছে যানবাহন। রাতে ঢাকাগামী গাড়ির চাপ বাড়লেও বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যায় রাস্তা। তবে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
রবিবার সকাল ৯টায় সরেজমিন দেখা যায়, উপজেলার পৌলি ওভার ব্রিজ থেকে সেতুর পূর্বপাড় পর্যন্ত ঢাকামুখী রাস্তা ফাঁকা। কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গাড়ির চাপ রয়েছে। যানজট নিরসনে মহাসড়কে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।
৩ বছর আগে