মেট্রিকটন
বাগেরহাটে জুট মিলে ১১৮৯ মেট্রিকটন সরকারি চাল জব্দ
বাগেরহাটের ফকিরহাটে একটি জুট মিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক হাজার ১৮৯ মেট্রিকটন সরকারি চাল জব্দ করেছে।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার লখপুর খাজুড়া এলাকায় এম এম জুট মিলে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অভিযান চলাকালে চালবোঝাই ওই মিলটি সিলগালা করা হয়। এছাড়া ওই মিলের সহকারী ম্যানেজার অলোক চক্রবর্তীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান এবং খুলনা র্যাব-৬ এর সদর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার বদরুদ্দোজা।
আরও পড়ুন: খাদ্য বান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল জব্দ, আটক ২
রুবাইয়া বিনতে কাশেম বলেন, খবর পেয়ে ওই জুট মিলে ভ্রাম্যমাণ আদলাতের অভিযান পরিচালনা করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চাল জব্দ করে মিলটি সীলগালা করে রাখা হয়েছে। একই সঙ্গে কৃষি বিপণন আইনে মিলের সহকারী ম্যানেজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান জানান, জুট মিলের এই গুদামে সরকারিভাবে আমদানি করা চাল মজুত করে রাখা হয়েছে। মিলের কর্মকর্তাদের দাবি সরকারিভাবে বাতিল করা এক হাজার ১৮৯ মেট্রিকটন চাল এখানে রাখা হয়। তবে তাদের ধারণা এই মিলে প্রায় ২০ হাজার মেট্রিকটন চাল মজুত রয়েছে। মজুত করা অধিকাংশ চাল খাবারের উপযোগী। জব্দ করা ওই চালের বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা র্যাব-৬ এর সদর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার বদরুদ্দোজা জানান, খবর পেয়ে তারা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেয়। জুট মিলের মধ্যে হাজার হাজার বস্তায় প্রায় ২০ হাজার মেট্রিকটন চাল মজুত করে রাখা হয়েছে। নষ্ট চালের কথা বলা হলেও এখানে খাবার উপযোগী অনেক চাল পাওয়া গেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ফরিদপুর পূজা মণ্ডপের বরাদ্দকৃত ২০০ বস্তা চাল জব্দ, আটক ১
সুবর্ণচরে পাচারকালে রোহিঙ্গাদের ২ ট্রাক চাল জব্দ, আটক ৩
১ বছর আগে
বেনাপোল দিয়ে ২০০ মেট্রিক টন অক্সিজেন দেশে পৌঁছেছে
ভারতীয় রেলের চতুর্থ চালান আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে বাংলাদেশে পৌঁছেছে ‘অক্সিজেন এক্সপ্রেস’। রবিবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দুপুর আড়াইটার দিকে তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে এটি বাংলাদেশে পৌঁছেছে বলে জানিয়েছে বেনাপোল অভিবাসন কর্তৃপক্ষ।
ভারতের টাটানগর থেকে ১০টি কন্টেইনারে করে তরল অক্সিজেনবাহী এই বিশেষ ট্রেনটি সকাল ৭টায় যাত্রা করে।
অন্য তিনটি অক্সিজেন এক্সপ্রেস ট্রেন ২৪, ২৮ ও ৩০ জুলাই বাংলাদেশে মোট ৬০০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করেছে।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, বেনাপোল বন্দর দিয়ে শুল্কের আনুষ্ঠানিকতার পর ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর পশ্চিম দিকে যাত্রা করে। এখানেই কন্টেইনারগুলো নামানো হবে।
আরও পডুন: বেনাপোল দিয়ে আরও ২০০ টন অক্সিজেন আমদানি
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা সাইদুর রহমান জানান, আনুষ্ঠানিকতা শেষ করে রেল স্টেশন থেকে মেডিকেল অক্সিজেন বহনকারী ট্রেনটি অবিলম্বে ছেড়ে দেয়া হয়।
লিন্ডে ইন্ডিয়ার রপ্তানি করা এই এলএমও’র আমদানিকারক লিন্ডে বাংলাদেশ।
এই বছরের ২৪ এপ্রিল রাষ্ট্রীয় মালিকানাধীন ভারতীয় রেলওয়ে দেশটির ৪৮০ রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য বিশেষ অক্সিজেন ট্রেন পরিষেবা চালু করে।
বাংলাদেশই প্রথম দেশ যেখানে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মধ্যে জীবন রক্ষাকারী গ্যাস সরবরাহের জন্য অক্সিজেন এক্সপ্রেস আসছে।
আরও পড়ুন: বাংলাদেশে পৌঁছেছে ভারতের ২০০ এমটির ‘অক্সিজেন এক্সপ্রেস’
৩ বছর আগে