খাদ্য মজুদের জন্য স্থান
খাদ্য মজুদের জন্য স্থান সংকট হবে না: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, আর মজুদের জন্য স্থান সংকট হবে না।
সোমবার নওগাঁর পোরশা উপজেলার নিতপুর লোকাল সাপ্লাই ডিপো (এলএসডি) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী একথা বলেন।
আরও পড়ুন: সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: খাদ্যমন্ত্রী
মন্ত্রী বলেন, ইতোমধ্যে ওএমএস দ্বিগুণ করা হয়েছে। সেপ্টেম্বর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হবে।
সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, ‘ভালো চাল সংগ্রহ হচ্ছে। কোথাও খারাপ চাল দিলে সেটা রিজেক্ট করা হচ্ছে। কেউ যদি খারাপ চাল সংগ্রহ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: ওআইসিভুক্ত দেশগুলোর খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ: খাদ্যমন্ত্রী
খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে মন্ত্রীর সাথে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী জি.এম. ফারুক হোসেন পাটওয়ারীসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩ বছর আগে