অটোচালাক
ব্রাহ্মণবাড়িয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর উলচাপাড়া এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
নিহত শাহীন মিয়া (২৫) শহরের পশ্চিম মেড্ডা মৌবাগ এলাকার জাকির হোসেনের ছেলে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ছিনতাইকারীর গুলিতে বিয়ানীবাজারের যুবক নিহত
নিহতের পরিবার জানায়, রাতে শাহীন তার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে উলচাপাড়া যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় শাহীন তার বাবাকে ফোন করলে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ছিনতাই হওয়া ট্রাক কুষ্টিয়ায় উদ্ধার, গ্রেপ্তার ৭
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত চলছে। শুক্রবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
৩ বছর আগে
মাত্র ৫ টাকার জন্য অটো চালককে হত্যার অভিযোগ
সাভারের আশুলিয়ায় অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রী ও চালকের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে যাত্রীর লাথিতে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ধনাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত অটোরিকশা চালক আলিম হোসেন (৪০) গাজীপুরের বাগবাড়ি মধ্যপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে।
আরও পড়ুন: জয়পুরহাটে স্ত্রীকে ‘হত্যার’ পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
আটক ফজলুল হক (৩৫) শেরপুরের নালিতাবাড়ী এলাকার মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে ধনাইদ এলাকার ইউসুফ মার্কেট যাওয়ার কথা বলে রিকশায় ওঠেন ফজলুল হক। গন্তব্যে পৌঁছানোর পর রিকশাচালক আলিম হোসেনের সাথে ৫ টাকা বেশি ভাড়া নিয়ে তর্কে জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে অটোরিকশা চালককে লাথি মারেন ফজলুল। এসময় চালক আলিম হোসেন রিকশার সাথে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফজলুলকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলামিন হোসেন জানান, এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
৩ বছর আগে