প্লাটফর্ম
আন্তর্জাতিক প্লাটফর্মগুলো সময়মতো কাজ করে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক আন্তর্জাতিক প্লাটফর্ম আছে, কিন্তু প্রয়োজনের সময় ফোরামগুলো কাজ করে না।
শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) গণভবনে এক সংবাদ সম্মেলনে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খানের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি মনে করি ইতোমধ্যে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, কিন্তু সেগুলো সময়মতো কাজ করে না।’
মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০২৪ -এ যোগদানের লক্ষ্যে তার সাম্প্রতিক জার্মানি সফরের ফলাফল সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আরও পড়ুন: মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ বিশ্ব শান্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং ক্ষুদ্র ভূমিতে বিশাল জনগোষ্ঠী নিয়ে ব্যস্ত থাকায় মধ্যম শক্তি বা উদীয়মান শক্তিকে নিয়ে নতুন প্লাটফর্ম তৈরির কোনো উদ্যোগ নেওয়ার কথা তিনি ভাবছেন না।
এনায়েতউল্লাহ খান তার প্রশ্নে বলেন, বাংলাদেশ এখন একটি ভূ-রাজনৈতিক সংঘাতের মধ্যে রয়েছে, যখন জোটনিরপেক্ষ প্ল্যাটফর্ম বর্তমান রাজনৈতিক পটভূমিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আমাদের (বাংলাদেশ) মতো মধ্যম শক্তি ও উদীয়মান শক্তি রয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনাম অন্যতম।
ইউএনবির প্রধান সম্পাদক জানতে চান, 'আপনি (শেখ হাসিনা) জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে মা ও শিশু, নারীর ক্ষমতায়নসহ (আন্তর্জাতিক ফোরামে) অনেক বিষয়ে নেতৃত্ব দিয়েছেন। মধ্যম শক্তি ও উদীয়মান শক্তিকে নিয়ে নতুন প্লাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন কিনা?'
আরও পড়ুন: গত মাসের নির্বাচন নিয়ে বিশ্বের কোনো নেতা প্রশ্ন তোলেননি: প্রধানমন্ত্রী
জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'আমি একজন সাধারণ মানুষ। আমি আমার দেশ, দেশের মানুষ, ছোট ভূখণ্ডের বিশাল জনগোষ্ঠী নিয়ে ব্যস্ত আছি। হ্যাঁ, আমি আওয়াজ তুলি এবং যেখানে কোনও অন্যায় দেখি সেখানে প্রতিবাদ করি। আমি সব সময় বলি, আমি যুদ্ধ চাই না, শান্তি চাই।’
শেখ হাসিনা বলেন, এ ধরনের কোনো প্লাটফর্ম গঠন করার মতো যোগ্যতা ও চিন্তাভাবনা তার নেই।
তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধ বন্ধের প্রস্তাবে যেভাবে ভেটো দেওয়া হয়েছে, তেমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেওয়া হয়েছিল। কিন্তু গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে, যেখানে হাসপাতালগুলোও হামলা থেকে রেহাই পাচ্ছে না এবং শিশুদের খাবার নেই।
তিনি বলেন, ‘আমি এ ধরনের ঘটনার প্রতিবাদ জানাই। আমার যা কিছু আছে তা নিয়ে আমি যথেষ্ট সচেতন। এর চেয়ে বড় কিছু করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
আরও পড়ুন: রমজানে কোনো পণ্যের ঘাটতি হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৯ মাস আগে
সব মাধ্যমের শিল্পীদের নতুন প্লাটফর্ম ‘আর্টস ক্লাব বাংলাদেশ’
বাংলাদেশে শিল্পের বিভিন্ন মাধ্যমে কাজ করা শিল্পীদের নিয়ে গঠিত হয়েছে ‘আর্টস ক্লাব বাংলাদেশ’। তাদের শিল্পচর্চা ও আনন্দের জন্য একটি উন্মুক্ত প্লাটফর্ম তৈরি করার লক্ষ্য নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে ক্লাবটি।
সদ্য বিদায়ী বছরে ‘আর্টস ক্লাব বাংলাদেশ’র কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নব নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্পী ও কবি তোফায়েল আহমেদ পদ্ম এবং সাধারণ সম্পাদক শিল্পী পার্থ প্রতীম কুন্ডু।
আর্টস ক্লাব সম্পর্কে পার্থ বলেন, আর্টস ক্লাব বাংলাদেশ এমন একটি জায়গা হয়ে উঠতে চায় যেখানে তারা স্বতঃস্ফুর্তভাবে শিল্প চর্চা করবেন, আড্ডা দেবেন, নিজেদের শিল্পকে প্রোমোট করবেন ও আর্টস রিলেটেড বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠা করে নিজেদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করবেন।
আর্টস ক্লাব তার সদস্যদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে। এরই মধ্যে আর্টস ক্লাব তার সদস্য পেইন্টারদের ছবি আঁকার জন্য একটি স্টুডিও নির্মাণ করেছে, যেখানে পেইন্টাররা যেকোনো সময় এসে ছবি আঁকতে পারবেন।
এছাড়াও চালু হয়েছে ‘আর্টস ক্লাব ক্রিয়েটিভ স্কুল’। এখানে আর্টস ক্লাবের সদস্যদের সন্তানদের মেধা বিকাশে কাজ করবে।আর্টস ক্লাবের নতুন উদ্যোগগুলো প্রসঙ্গে পার্থ আরও বলেন, ‘সামনে আরও কিছু ওয়ার্কশপ, গ্রুপ এক্সিবিশন, ট্যুর ও ইভেন্টের পরিকল্পনা চলছে। তা ছাড়া আমরা খুব শিগগিরই আর্টস ক্লাব গ্রোসারি চালু করতে যাচ্ছি। সেখান থেকে আর্টস ক্লাবের সদস্যদের খাঁটি ও সতেজ খাবার স্বল্পমূল্যে সরবারহ করা হবে। সামনে আমরা আনন্দ নিয়ে একসঙ্গে আরও অনেক কিছু করতে চাই। বাংলাদেশের সব ধরনের শিল্পমাধ্যমে কাজ করা আর্টিস্টদের জন্য একটি সুখী সমাজ নির্মাণ করতে চাই। যেখানে সুখে দুঃখে সবাই সবার পাশে দাঁড়াবে, শিল্পচর্চা ও শিল্পের বিকাশে সবাই এক হয়ে কাজ করবে।’
নতুন বছরে দেশের সব মাধ্যমের শিল্পীদের সৃষ্টিকে সবার সামনে তুলে ধরতে ও আলোচনা-সমালোচনা ও মিথস্ক্রিয়ার ক্ষেত্র প্রস্তুত করতে আর্ট ক্লাবের একটি ওয়েব পোর্টাল চালু করা হচ্ছে।
আর্টস ক্লাবের সঙ্গে যেকোনোভাবে যুক্ত হতে চাইলে বা সদস্য হতে চাইলে যোগাযোগ করতে হবে এই মেইল অ্যাড্রেসে- [email protected]।
আর্টস ক্লাব বাংলাদেশের ফেসবুক পেইজ: https://www.facebook.com/artsclubbd
১১ মাস আগে
গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের দুই ‘সহযোগী’ গ্রেপ্তার
আওয়ামী লীগ থেকে সদ্য অব্যাহতি পাওয়া ও গ্রেপ্তার হওয়া হেলেনা জাহাঙ্গীরের অন্যতম দুই ‘সহযোগী’কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন, হাজেরা খাতুন (৪০) ও সানাউল্ল্যাহ নূরী (৪০)।
আরও পড়ুনঃ হেলেনা জাহাঙ্গীর, সেফুদা ও কালো মিডিয়া
ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গত ২৯ জুলাই রাজধানীর গুলশান-২ থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনঃ আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীর তিন দিনের রিমান্ডে
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলেনা জাহাঙ্গীরের প্রতারণার কার্যক্রমের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৪ এর অভিযানে মঙ্গলবার ভোরে গাবতলী এলাকায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরের অন্যতম এই দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি ল্যাপটপ এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ আ’লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীর আটক
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাজেরা ও সানাউল্ল্যাহ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৩ বছর আগে