বায়োটেক
দেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেল কোভ্যাক্সিন
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভারত বায়োটেকের উদ্ভাবিত ‘কোভ্যাক্সিন’ টিকা বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল ( বিএমআরসি) এই অনুমতি দিয়েছে।
মঙ্গলবার বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মোদাচ্ছের আলী ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ১৮ জুলাই ভারতীয় কোম্পানি ভারত বায়োটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘কোভ্যাক্সিন’ বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নীতিগত অনুমোদন পেয়েছে।
তিনি আরও বলেন, কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন ( সিআরও ) প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি কয়েকমাস আগে এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন চেয়েছিল। এজন্য তারা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে।
তবে বিএমআরসির নৈতিক অনুমোদন পেলেও ট্রায়াল শুরুর আগে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে তাদের অনুমোদন নিতে হবে বলে সৈয়দ মোদাচ্ছের আলী জানান।
আরও পড়ুন: কোভিশিল্ডের রপ্তানি ব্যাহত হওয়ায় কোভ্যাক্সিন প্রদানে আগ্রহী দোরাইস্বামী
বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি: দোরাইস্বামী
৩ বছর আগে