র্যাব সদর দফতর
নায়িকা পরীমণি আটক, মাদক উদ্ধার
রাজধানীর বনানীর বাসা থেকে বুধবার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণিকে আটক করেছে র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে বলে র্যাব সূত্র জানিয়েছে।
এলিট ফোর্সের সূত্র ইউএনবিকে জানায়, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের নেতৃত্বে র্যাবের গোয়েন্দা ইউনিট বিকাল ৪টার দিকে পরীমণির বাসায় অভিযান শুরু করে। তিন ঘণ্টা অভিযানের পর তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান ইউএনবিকে বলেন, পরীমণিকে আটক করা হয়েছে এবং তাকে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হবে।
এর আগে, সাদা পোশাকে র্যাবের কর্মীরা তার বাসায় পৌঁছানোর পর স্থানীয় প্রশাসন ও বনানী থানার সাহায্য চেয়ে পরীমণি ফেসবুক লাইভে আসেন।
এই অভিনেত্রীর অভিযোগ, অজ্ঞাত একদল লোক তার ফ্ল্যাটের দরজায় নক করছে।
আরও পড়ুন: পরীমণির বাসায় র্যাবের অভিযান চলছে
‘ধর্ষণ-হত্যাচেষ্টার’ অভিযোগের পর সাংবাদিকদের যা বললেন পরীমণি
আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে: পরীমণি
পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫
ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনি
নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করলেন পরীমণি
৩ বছর আগে