দপ্তর
দপ্তর পেলেন প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ছয়জনের নাম ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রবিবার (২১ জানুয়ারি) উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশি পণ্যের নতুন বাজার খুঁজুন: ডিআইটিএফ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
উপদেষ্টারা হলেন- অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মশিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ সালমান এফ রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করবেন মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
আরও পড়ুন: আবারও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা হলেন জয়
১১ মাস আগে
প্রশাসনের সকল দপ্তর এখন আওয়ামী লীগের দপ্তর: বিএনপি
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, ২০১৪ সালে বিনা ভোটে, ২০২৮ সালে রাতের অন্ধকারে আর এবার নতুন যাদুর বাক্স ইভিএম দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ।
তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনের সকল দপ্তরকে আওয়ামী লীগের দপ্তর বানিয়ে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নাশকতার মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর বিচার শুরু
রবিবার (১৮ জুন) দুপুরে নগরের সদর রোডের দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি, সিমাহীন দুর্নীতি, শ্রমিক নির্যাতন বন্ধ, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বরিশাল বিভাগীয় শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা ভালো করেই জেনে গিয়েছিলো দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিরে থাকলে তার অবৈধ ক্ষমতার চেয়ার টিকবে না। তাই মিথ্যে মামলা দিয়ে তাকে বন্দি করে রেখেছে।
তিনি বলেন, অবৈধ সরকার আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা শুধু উন্নয়ন চাই না, উন্নয়নের সঙ্গে দেশে আইনের ন্যায়বিচারসহ গণতন্ত্র ও ভোটের অধিকার চাই।
তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে শুধু উন্নয়ন দেখায়, যার ফলে বাজারে নিত্যপণ্যের দাম পাগলা ঘোড়ার মত ঊর্ধ্বগতিতে দৌড়াচ্ছে। এসময় সরোয়ার শ্রমিকদলের বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন ও সফল করার জন্য আহ্বান জানান।
আরও পড়ুন: ফের প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’: সিরাজগঞ্জে বিএনপি নেতার স্লোগানের ভিডিওতে আ.লীগের নিন্দা
বিএনপি মাঠে নেমেছে, অধিকার আদায় করেই ঘরে ফিরবে : মির্জা ফখরুল
১ বছর আগে
করোনা: মারা গেলেন সিকৃবির ড. আজমুল হুদা
করোনা আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আজমুল হুদা মারা গেছেন।
বুধবার সিলেট নগরীর পার্ক ভিউ মেডিকেল সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুনঃ করোনায় মারা গেলেন সাবেক এমপি খুররাম খান
ড. আজমুল হুদা সিলেট কৃষি বিশ্বব্যিালয় প্রতিষ্ঠার প্রথম দিকেই কৃষি অনুষদে শিক্ষকতা শুরু করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি বিভাগীয় প্রধান, সহকারী হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কৃষি জমি ও ফসলি মাটি নিয়ে তার বেশকিছু গবেষণাও রয়েছে।
আরও পড়ুনঃ করোনায় মারা গেলেন আ’ লীগের সংসদ সদস্য সামাদ
এদিকে অধ্যাপক আজমুল হুদার মৃত্যুতে সিকৃবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি শোক প্রকাশ করেছে শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ।
মরহুমের মরদেহ তার নিজ বাড়ি জামালপুরে সমাহিত হবার কথা রয়েছে।
৩ বছর আগে