জাতীয় ক্রীড়া পরিষদ
রাষ্ট্রপতির ছেলে হয়েও কামাল সাদাসিধে জীবন-যাপন করত: হাসিনা
রাষ্ট্রপতির ছেলেও হয়েও শেখ কামাল সাদাসিধে জীবন-যাপন করত উল্লেখ করে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যখন তিনি বেঁচে যান, তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়।
তিনি বলেন, ‘১৯৭৪ সালের ১৬ ডিসেম্বর চক্রান্ত করে কামালকে গুলি করা হয়। তাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু যখন তিনি বেঁচে যান, তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়।’
শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।
প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতির পিতার ছেলে হওয়া সত্ত্বেও খুব সাদাসিধে জীবন-যাপন করত।
তিনি বলেন, ‘যদিও তার বাবা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছিলেন, তার কখনো অর্থ-সম্পদ অর্জন বা ব্যবসা বাণিজ্যের দিকে দৃষ্টি ছিল না।’
শেখ হাসিনা তার ছোট ভাইয়ের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে খেলাধুলায় অবদানের কথা স্মরণ করে বলেন, দেশের মানুষের পাশে থাকা, শিক্ষাপ্রতিষ্ঠান বা সাংস্কৃতিক অঙ্গন এগুলোই ছিল তার কাছে সবচেয়ে বড়।
তিনি বলেন, ‘ফুটবল, ক্রিকেট এবং ক্রীড়া খাতের আধুনিকায়নে কামাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সঙ্গীত জগতেও তার অবদান ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমাদের সমাজের জন্য তার অনেক অবদান ছিল।’
হাসিনা বলেন, ‘তার সবচেয়ে বড় লক্ষ্য ছিল যুব সমাজকে সুসংগঠিত করা, বেঁচে থাকলে হয়ত দেশের যুব সমাজের জন্য অনেক কাজ করতে পারতেন।’
এর আগে প্রধানমন্ত্রী ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব এবং দুটি সংস্থার মধ্যে শেখ কামাল পুরস্কার -২০২১ প্রদান করেন।
আরও পড়ুন: বস্তিবাসীর মধ্যে ফ্ল্যাট হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আক্তার হোসেন প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ক্রীড়াবিদ হিসেবে মাহফুজা খাতুন শিলা (সাঁতার), রোমান সানা (আরচারি), মাবিয়া আক্তার সীমান্ত (ভারত্তোলন) পুরস্কার পেয়েছেন। উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে আকবর আলী (ক্রিকেট) ও ফাহাদ রহমান (দাবা), উন্নতি খাতুন (ফুটবল) পুরস্কার পেয়েছেন। ক্রীড়া সংগঠক হিসেবে মনজুর কাদের (শেখ জামাল ধানমন্ডি ক্লাব) এবং ক্যা শৈ ল হ্ন (কারাতে ফেডারেশন)।
ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থা ক্যাটাগরিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আজীবন সম্মাননায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিন এবং ক্রীড়া সাংবাদিক হিসেবে মুহাম্মদ কামরুজ্জামান এবং পৃষ্ঠপোষক হিসেবে ওয়ালটন শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার লাভ করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যায় ষড়যন্ত্রকারীদের নাম একদিন বের হবে: প্রধানমন্ত্রী
করোনা পরীক্ষায় অনিহা দেখাবেন না: প্রধানমন্ত্রী
৩ বছর আগে