এলিট ফোর্স
র্যাবের ওপর নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগ দেবে সরকার
এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের সনদপ্রাপ্ত আইনজীবী নিয়োগ দেবে বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই সপ্তাহে বলেছেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি সহায়তা নিয়োগের প্রক্রিয়ার মধ্যে আছি। এটি একটি আইনি প্রক্রিয়া, প্রশাসনিক নয়।’
তিনি বলেন, যেহেতু বাংলাদেশি আইনজীবীরা কাজটি করতে পারবেন না, তাই এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সনদপ্রাপ্ত আইনজীবীদের মাধ্যমে এটি করা হবে।
ইতোমধ্যে কিছু প্রাথমিক আইনি পদক্ষেপ নেয়া হয়েছে বলে তিনি জানান।
পররাষ্ট্র সচিব বলেন, ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে র্যাবের ওপর নিষেধাজ্ঞা মোকাবিলার প্রক্রিয়া ভিন্ন।
মাসুদ বিন মোমেন সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন এবং ৪ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ছিলেন।
ওয়াশিংটনে অনুষ্ঠিত অষ্টম বাংলাদেশ-মার্কিন নিরাপত্তা সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাসুদ।
পড়ুন: র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ঢাকার
২ বছর আগে
মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। এছাড়া পরীমণির সহযোগী ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদক এবং পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা হয়েছে। এলিট ফোর্স বনানী থানায় এসব মামলা করেছে।
বৃহস্পতিবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন র্যাব সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘অভিনেত্রীর বাসভবনে একটি মিনি বার ছিল এবং নিয়মিত সেখানে ডিজে পার্টির আয়োজন করতেন।’
তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে মঈন জানান।
এর আগে রাজধানীর বনানীর বাসা থেকে বুধবার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণিকে আটক করেছে র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে বলে র্যা ব সূত্র জানিয়েছে।
এলিট ফোর্সের সূত্র ইউএনবিকে জানায়, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের নেতৃত্বে র্যাবের গোয়েন্দা ইউনিট বিকাল ৪টার দিকে পরীমণির বাসায় অভিযান শুরু করে। তিন ঘণ্টা অভিযানের পর তাকে আটক করা হয়।
একই রাতে র্যাব রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকেও আটক করে।
আরও পড়ুন: নায়িকা পরীমণি আটক, মাদক উদ্ধার
পরীমণির বাসায় র্যাবের অভিযান
‘ধর্ষণ-হত্যাচেষ্টার’ অভিযোগের পর সাংবাদিকদের যা বললেন পরীমণি
আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে: পরীমণি
৩ বছর আগে