পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছে মোমেন
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শুক্রবার নয়াদিল্লিতে তারা দ্বিপক্ষীয় এই বৈঠকে মিলিত হন।
এসময় তারা কুশল বিনিময় করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থের বিষয়ে আলোচনা করেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: ঢাকায় মোমেনের সঙ্গে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক সোমবার
জি-২০এফএমএম এবং রাইসিনা ডায়ালগ ২০২৩ এর সাইডলাইনে মোমেনের সঙ্গে তার সাক্ষাতের পরে জয়শঙ্কর এক টুইটে লিখেছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে, প্রতিবেশী সর্বদা সবার আগে।’
মোমেন তার ব্রাজিলিয়ান এবং সুইডিশ সমকক্ষদের সঙ্গেও পৃথক বৈঠক করেছেন এবং সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
নয়া দিল্লিতে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) কাউন্সিলের বর্তমান সভাপতি।
তারা পারস্পরিক স্বার্থের বিষয় এবং সহযোগিতার নতুন খাত নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেন মোমেন।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের সমাধানে মধ্যস্থতাকারী হতে পারে ভারত: ভারতীয় গণমাধ্যমকে মোমেন
দিল্লিতে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: পার্শ্ব বৈঠক করবেন মোমেন
১ বছর আগে
প্রধানমন্ত্রীর জাপান সফরে ঢাকা-টোকিও সম্পর্ক আরও গভীর হবে: মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জাপান দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলকে গ্রহণ করতে প্রস্তুত।
বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক অত্যন্ত গভীর। এই সফরের মাধ্যমে তা আরও গভীর হবে।’
মোমেন বলেন, জাপান বিস্তৃত সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করতে আগ্রহী। আমরা একে অপরকে পছন্দ করি।
আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়নে জাপানকে পাশে দাঁড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৯ নভেম্বর টোকিওর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সাম্প্রতিক নির্বাচন সংক্রান্ত মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, অবশ্যই কেউ তাকে এইভাবে অবহিত করেছে, তিনি যেভাবে শুনেছেন সেভাবে বলেছেন।
মোমেন বলেন, তিনি (রাষ্ট্রদূত) সাদাসিধাভাবে এ কথা বলেছেন। তিনি বাংলাদেশের একজন ভালো বন্ধু।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে ‘কৌশলগত’ অংশীদারিত্ব চায় জাপান
জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা সম্পর্কে জাপানি রাষ্ট্রদূতের মন্তব্য ‘অনাকাঙ্ক্ষিত’: পুলিশ সংগঠন
২ বছর আগে
রুশ পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা পরিস্থিতি অবহিত করলেন মোমেন
কাজাখস্তানের আস্তানায় কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ) এর ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন।
মোমেন রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ল্যাভরভকে অবহিত করেন এবং সমস্যা সমাধানের জন্য শক্তিশালী আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আরও পড়ুন: যুদ্ধের অবসান চায় বাংলাদেশ: মোমেন
গণতন্ত্রে যুক্তরাষ্ট্রেরও দুর্বলতা আছে: মোমেন
আমরা মিয়ানমারের উসকানিতে পা দেব না: মোমেন
২ বছর আগে
শেখ কামালের জন্মবার্ষিকীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কাজ তুলে ধরে একটি আলোচনা আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সভায় পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন সভাপতিত্ব করেন এবং সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) সাইদ আহমেদ ছিলেন মূল বক্তা হিসেবে অংশ নেন।
আরও পড়ুন: শেখ কামালের জন্মদিনে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
সাইদ আহমেদ শেখ কামালের জীবন ও কৃতিত্ব নিয়ে কথা বলেন। তার আলোচনায় শেখ কামালের ব্যক্তি জীবনের পাশাপাশি তার বিশ্ববিদ্যালয় জীবন, খেলাধুলার প্রতি অনুরাগ, সংস্কৃতি এবং রাজনীতিতে তার অবদানের দিকগুলো উঠে আসে।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি শেখ কামালের অবদান নিয়ে আলোচনায়া তার দর্শন তুলে ধরেন।
আরও পড়ুন: শেখ কামালের ভূমিকা যুব সমাজের জন্য অনুকরণীয় আদর্শ: রাবাব ফাতিমা
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ মিশনের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
৩ বছর আগে