শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী
শেখ কামালের জন্মবার্ষিকীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কাজ তুলে ধরে একটি আলোচনা আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সভায় পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন সভাপতিত্ব করেন এবং সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) সাইদ আহমেদ ছিলেন মূল বক্তা হিসেবে অংশ নেন।
আরও পড়ুন: শেখ কামালের জন্মদিনে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
সাইদ আহমেদ শেখ কামালের জীবন ও কৃতিত্ব নিয়ে কথা বলেন। তার আলোচনায় শেখ কামালের ব্যক্তি জীবনের পাশাপাশি তার বিশ্ববিদ্যালয় জীবন, খেলাধুলার প্রতি অনুরাগ, সংস্কৃতি এবং রাজনীতিতে তার অবদানের দিকগুলো উঠে আসে।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি শেখ কামালের অবদান নিয়ে আলোচনায়া তার দর্শন তুলে ধরেন।
আরও পড়ুন: শেখ কামালের ভূমিকা যুব সমাজের জন্য অনুকরণীয় আদর্শ: রাবাব ফাতিমা
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ মিশনের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
৩ বছর আগে