কালিগঙ্গ নদী
মানিকগঞ্জে নদী থেকে বালু উত্তোলন, দণ্ডিত ৮
মানিকগঞ্জের আবাসিক এলাকায় কালিগঙ্গ নদী থেকে বালি উত্তোলনের অপরাধে চার জনকে ১৫ দিনের কারাদণ্ড ও অপর চারজনকে অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ড প্রদান করে সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এই অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: আখাউড়ায় পুকুর থেকে বালু উত্তোলন, জমি বিলীনের আশঙ্কা
তিনি জানান, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাচবারইল জনবসতি এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে নদীর তলদেশ হতে বিক্রয়ের উদ্দেশে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হয়। এসময় বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী চার বালু উত্তোলনকারীকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া আরও তিন জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আরও পড়ুন:অবৈধভাবে বালু উত্তোলন : সিরাজগঞ্জে ৮ জনের জরিমানা
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
৩ বছর আগে