আক্রান্ত ও উপসর্গে
আক্রান্ত ও উপসর্গে বরিশাল বিভাগে ৭ মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চার জন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮০ জন।
আরও পড়ুন: করোনায় শেখ মুজিব মেডিকেলে আরও ৫ মৃত্যু
শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিন জন এবং করোনায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, একই সময় করোনা আক্রান্ত হয়েছেন ১৮০ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৩৪০ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ১ হাজার ৩৮০ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬৬৩ জন।
আরও পড়ুন: সিলেটে করোনায় আরও ১২ মৃত্যু, শনাক্ত ৪১৪
শেবাচিম হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে নয়জন ও করোনা ওয়ার্ডে আট জন ভর্তি হয়েছেন।
করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৩৮ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৪ জন করোনা ওয়ার্ডে এবং ৮৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্তের হার ২০ দশমিক ৭৪ শতাংশ।
৩ বছর আগে
আক্রান্ত ও উপসর্গে বরিশাল বিভাগে ২০ মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনায় ১১ ও উপসর্গ নিয়ে ৯ জন মারা যান।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ১২ মৃত্যু
এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৪৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৪৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ১৭৭, পটুয়াখালীতে ৭১, ভোলায় ৯৬, পিরোজপুরে ৫৭, বরগুনায় ৬১ ও ঝালকাঠিতে ১৭ জন রয়েছেন। এনিয়ে বিভাগে আক্রান্তে সংখ্যা ৩৮ হাজার ২৯৬ জন।
আরও পড়ুন: করোনায় রামেক হাসপাতালে আরও ১২ মৃত্যু
এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে রবিবার সকাল পর্যন্ত ২৮০ জন ভর্তি ছিলেন। যার মধ্যে ৯২ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এ ইউনিটে ৩৩ নতুন রোগী ভর্তি হয়েছেন।
৩ বছর আগে
খুলনা বিভাগে একদিনে আরও ৩৯ মৃত্যু
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। তবে কমেছে শনাক্ত। বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪২৮ জনের।
এর আগে শুক্রবার বিভাগে ৩৬ জনের মৃত্যু এবং ৭৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল।
শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: করোনায় রামেক হাসপাতালে আরও ১২ মৃত্যু
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ৮৮২ জন। আক্রান্ত ও উপসর্গে মারা গেছেন ২ হাজার ৬২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৪২৭ জন।
আরও পড়ুন: কুমিল্লায় গণ টিকাদান শুরু
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।
৩ বছর আগে
আক্রান্ত ও উপসর্গে রামেকে ১৫ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন আরও দুইজন।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী।
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় ৩৬ মৃত্যু
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ায় একজন করে এবং নাটোর ও পাবনার দুই জন করে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৩ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।
আরও পড়ুন: বরিশাল বিভাগে একদিনে ২৮ মৃত্যু, শনাক্ত ৬২৪
হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ১৮২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৪২ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৭৯ জন।
৩ বছর আগে