আপন
পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন ভাইবোন নিহত
পাবনার আটঘরিয়া উপজেলার নরজান গ্রামে বিদ্যুতায়িত হয়ে ফারজানা ইয়াসমিন (১৯) ও রাসেল হোসেন (১৪) নামের আপন ভাইবোন নিহত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
নিহতরা হলো- আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান গ্রামের তাঁতী জাহিদুল ইসলাম হিরো মিয়ার মেয়ে ফারজানা এবং ছেলে রাসেল হোসেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আশুরার ছুটি থাকায় সকাল ৯টার দিকে ফারজানা তার বাবার পাওয়ার লুমে কাজ করতে গিয়ে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এসময় তাকে উদ্ধার করতে তার ছোট ভাই রাসেল এগিয়ে গেলে সেও তারে জড়িয়ে পড়ে। এসময় দুজনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
আরও পড়ুন: নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৫
নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৫
৪ মাস আগে
ঈদুল আজহার শীর্ষ ১০ জনপ্রিয় বাংলা নাটক
বরাবরের মত এবারের ঈদুল আজহাতেও সম্প্রচার মাধ্যমগুলোর পাশাপাশি অনলাইন মাধ্যম ইউটিউবে বাংলা নাটকের বিশাল সম্ভার দিয়ে ঈদ আয়োজনকে পরিপূর্ণ করে তুলেছে। বাংলা নাটকের স্বকীয়তা বজায় রেখে এবারো নির্মাতাদের প্রচেষ্টা থেকেছে কিছু নতুন মাত্রা যোগ করার। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে নাটকগুলোর জনপ্রিয়তা। সেগুলোর মধ্যেই শীর্ষস্থানীয় ১০টি জনপ্রিয় নাটক দিয়ে সাজানো হয়েছে এই ফিচারটি।
ঈদুল আজহার জনপ্রিয় ১০টি বাংলা নাটক
এক মুঠো প্রেম | নাটক
জাকারিয়া সৌখিনের পরিচালনায় এই রোমান্টিক-কমেডি নাটকটি খুব স্বল্প সময়ের মধ্যে অগণিত দর্শকের নজর কেড়েছে। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি; আফরান নিশো ও তানজিন তিশা অভিনয় করেছেন নাটকটিতে।
এখানে একজন কবির গতানুগতিক দুর্দশাগ্রস্ত জীবনকে কিছুটা হাস্যরস মিশিয়ে ফুটিয়ে তোলা হয়েছে কবির স্বগোতক্তিতে। কবিতাপ্রিয় এক প্রেমিকা দুঃখবিলাসে জর্জরিত কবির ভেতর নতুন আবেগের পরিস্ফুটন ঘটায় যা সে আগে কখনো পায়নি।
এসকে শাহেদ আলীর প্রযোজনায় নাটকটি ঈদের ৩য় দিন এনটিভিতে সম্প্রচারিত হয়। পরবর্তীতে নাটকটির নির্মাতা প্রতিষ্ঠান সেন্ট্রাল মিউজিক এ্যান্ড ভিডিওর (সিএমভি) অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও প্রচার করা হয়।
আরও পড়ুন: পরীমণি চারদিনের রিমান্ডে
হ্যালো শুনছেন? | নাটক
একদা বৃষ্টির ভেতর যাত্রী ছাউনীতে এক মেয়ের সাথে দেখা হয় শোভনের। মেয়েটি বুঝতে শুরু করে যে হন্যে হয়ে চাকরী খোঁজা এই ছেলেটি খুব প্রাণবন্ত। ফুটপাতের চায়ের দোকান থেকে শুরু করে শপিং মল কোথাও তার মনখোলা আলাপে কোন বাধ পড়ে না।
বৃষ্টির সময়কে পটভূমিতে রেখে এই গল্পটি লিখেছেন রাশাত রহমান জিকো। আর সে অনুসারে লেখাটিকে নাট্যরূপ দিয়েছেন বর্তমান নাট্যজগতের সফল পরিচালক- মিজানুর রহমান আরিয়ান। নাটকটির শুরু থেকে শেষ পর্যন্ত বৃষ্টি নিয়ে আশঙ্কা ও সম্ভাবনার দোলাচলে ভুক্তে থাকা ছেলেটির ভুমিকায় অভিনয় করেছেন আফরান নিশো। তার বিপরীতে আছেন তানজিন তিশা।
এসকে শাহেদ আলীর প্রযোজনায় নাটকটি নির্মিত হয় সিএমভির ব্যানারে। ঈদের প্রথম দিন চ্যানেল আইতে এবং পরে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি দেখানো হয়।
মি. এ্যান্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড | টেলিছবি
রুবেল হাসান পরিচালিত এই হাসির টেলিছবিটি গত ঈদুল আযহার জনপ্রিয় নাটক মি. এ্যান্ড মিসেস চাপাবাজ-এর ২য় সংস্করণ। অপূর্ব ও মেহেজাবীন এখানে এক দম্পতির ভুমিকায় অভিনয় করেন, যারা সমাজে নিজেদের স্ট্যাটাস তুলে ধরার জন্য অবিরাম মিথ্যার আশ্রয় নিতে থাকে। স্বভাবতই একটা মিথ্যাকে যুক্তিযুক্ত করতে যেয়ে তাদেরকে আরো বেশি মিথ্যা বলতে হয়।
এরকম মজার কাহিনী নিয়ে নির্মিত এই নাটকটিও সিএমভি প্রোডাকশনের। ঈদের ২য় দিন চ্যানেল আইতে দেখানোর পর সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
আরও পড়ুন: হলি আর্টিজান হামলা: বলিউডের পর্দায় আসছে ‘ফারাজ’
আপন | টেলিছবি
গত এক দশক জুড়ে জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফীন অমি’র বন্ধন এই ঈদের সেরা টেলিছবিগুলোর একটি। পারিবারিক সম্পর্ক এবং তথাকথিত সামাজিক ধ্যাণ-ধারণার এক অনবদ্য সমন্বয় এই চিত্রনাট্য। এই গভীর বিষয়গুলোর আবহতে মজার মজার সব সংলাপ এবং কর্মকান্ড সম্পূর্ণ কাহিনীকে আরো বেশি উপভোগ্য করে তুলেছে।
স্বল্পদৈর্ঘ্য এই ছবিটির শ্রেষ্ঠাংশে রয়েছেন আফরান নিশো, তারিক আনাম খান, তাসনিয়া ফারিন, জিয়াউল হক পলাশ, ও মনিরা মিঠু।
মোশন রক ইন্টারটেইনমেন্ট এর ব্যানারে টেলিছবিটি সম্প্রচারিত হয় ঈদের ২য় দিন বাংলা ভিশনে। তাছাড়া ঈদ মৌসুম জুড়ে এটি ইউটিউবে বেশ উল্লেখযোগ্য পরিমাণে দর্শক সাড়া পায়।
আরও পড়ুন: দুই মামলায় কারাগারে নায়িকা একা
আগডুম বাগডুম | টেলিফিল্ম
সম্পূর্ণ কমেডি নির্ভর এই টেলিফিল্মটির গল্প এগিয়েছে একটি বেকার যুবকের চাকরী পাওয়াকে কেন্দ্র করে, যেখানে অপ্রত্যাশিত ভাবে সবকিছু যুবকটির অনূকুলে আসতে শুরু করে। গল্পের একদম শুরু থেকে ছোট ছোট হাস্যরসগুলো সুনিপুণভাবে গেঁথে দেয়া হয়েছে।
বেকার যুবকের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। এছাড়া টেলিফিল্মটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, শহীদুল আলম সাচ্চু, এবং সাবেরী আলম।
সিএমভি প্রোডাকশন টেলিফিল্মটির প্রযোজনায় ছিলেন শাহেদ আলী। আর রুবেল হাসানের নির্দেশনায় স্ক্রিপ্টে ছিলেন রাজিব আহমেদ। টেলিফিল্মটি ঈদের ৩য় দিন চ্যানেল আইতে সম্প্রচারিত হয়।
প্লাস ফোর পয়েন্ট ফাইভ | নাটক
বর্তমান সময়ের সর্বাপেক্ষা প্রতিভাবান নাট্য নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এই রোমান্টিক কমেডি নাটকটির স্ক্রিপ্ট লিখেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য।
খুব সুন্দরী হওয়া সত্ত্বেও চোখে দেখতে না পাওয়ার কারণে বিয়ে ভেঙে যাবার ভয়ে চশমা ছাড়াই জোর করে ছেলে পক্ষের কাছে তনিমাকে নিয়ে যায় তনিমার ভাবী। তনিমার চোখের ব্যাপারটা সম্পূর্ণ আড়ালে থেকে ছেলে পক্ষের তনিমাকে পছন্দও হয়ে যায়। কিন্তু এরপর থেকে বিয়ের আগ মুহুর্ত পর্যন্ত ঘটতে থাকে মজার সব ঘটনা।
অসাধারণ অভিনয় দিয়ে যথারীতি হাস্যরসাত্মক নাটকটিকে সার্থক করে তোলেন মেহেজাবিন। তার সাথে যুগপৎ স্বতঃস্ফূর্ত নৈপুণ্য দেখিয়ে যান আফরান নিশো।
নাটকটি সম্প্রচারিত হয় এনটিভিতে ঈদের ২য় দিন।
আরও পড়ুন: পরিচালক চয়নিকা চৌধুরী আটক
অদ-ভূত | নাটক
ক্লাব ১১ ইন্টারটেইনমেন্ট এই প্রথমবারের মত ঈদ আয়োজনে একটি হরর নাটক নিয়ে আসে। নির্মাতা কাজল আরেফীন অমি এতে হাস্যরসের মোড়কে উপস্থাপন করেছেন ভৌতিক ব্যাপারগুলো। গল্পটি যথেষ্ট সুবিচারের দাবী রাখলেও এই হরর ও কমেডির ফিউশানটি দর্শকদের ভিন্ন স্বাদ দিয়েছে। ইউটিউবে মুক্তি পাওয়ার পর থেকে সাবিলা নুর, জিয়াউল হক পলাশ, ও চাষী আলম অভিনীত নাটকটি বেশ সাড়া ফেলেছে।
এখানে সাবিলা নূরকে দেখা যায় অতিপ্রাকৃত চরিত্রে, যাকে বিয়ের জন্য কোন পাত্র দেখতে এলেই তাকে কামড়ে দেয়। গ্রামের যুবকদের মধ্যে তাকে নিয়ে জল্পনা-কল্পনার কোন শেষ নেই।
নাটকটি ঈদের ৪র্থ দিন বাংলা ভিশনে দেখানো হয়।
আরও পড়ুন: রাজনীতি ছাড়ছেন বলিউড গায়ক বাবুল সুপ্রিয়
আমার বাপের অনেক টাকা | নাটক
এক বিরাট আড়তের মালিকের একমাত্র ছেলে সারাদিন বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ায় আর উড়নচন্ডী হয়ে মানুষকে টাকা দিয়ে বেড়ায়। দুর্ঘটনাবশত একদিন হঠাৎ সারা আড়তে আগুন ধরে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়ে।
এমনি গল্প নিয়ে তৈরি এম আই জুয়েল পরিচালিত এই নাটকটি। স্ক্রিপ্টে ছিলেন গোলাম সারোয়ার অনিক। কাহিনী হালকা কমেডি আবহ নিয়ে অগ্রসর হলেও চূড়ান্ত পর্যায়ে সম্পদের সঠিক ব্যবহারের এক মহান বার্তা দিয়ে শেষ হয়।
নাটকটিতে অভিনয় করেছেন জোভান, তাসনিয়া ফারিন, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, এবং তানজিম হাসান অনিক। ঈদের দিন মাছরাঙা চ্যানেলে নাটকটি প্রচার করা হয়।
মায়ের ডাক | নাটক
প্রতি ঈদেই ভালো কিছু কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হন তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। এবার তিনি তারকাদের বহর নিয়ে মুলধারার বহির্ভুত একটি নাটক নির্মাণ করে চমকে দেন সবাইকে। বিভিন্ন কারণে পারস্পরিক মনমালিন্যের ফলে তিন ভাইয়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এক পর্যায়ে সবাই ভুলে যায় তাদের মায়ের কথা।
এমনি একটি গল্পের মাধ্যমে সমসাময়িক একটি সামাজিক সমস্যাকে তুলে ধরে তার সমাধানের চেষ্টা করেন এই প্রতিশ্রুতিশীল নাট্য নির্দেশক।
নাটকটির শ্রেষ্ঠাংশে আছেন দিলারা জামান, তাহসান, মম, তওসিফ, তাসনিয়া ফারিন, জোভান, এবং কেয়া পায়েল।
ঈদের ২য় দিন বাংলা ভিশনে সম্প্রচারিত হয় আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরী (ইউসিএফ) নির্মিত এই নাটকটি।
শনির দশা | নাটক
নাটকের নামের মতই এর গল্পের প্রধান দুটি চরিত্রকে দেখানো হয়েছে একে অপরের শনির দশা হিসেবে। যেখানেই বা যখনি তাদের দেখা হোক না কেন, একটা না একটা দুর্ঘটনা ঘটবেই।
অপূর্ব ও মেহেজাবীন তাদের দারুণ অভিনয় দিয়ে প্রথমার্ধেই জমিয়ে তোলেন এই কমেডি নাটকটি।
রাজিব আহমেদের রচনা ও মহিদুল মহিমের পরিচালনায় নাটকটি ঈদ মৌসুমের প্রথম দিকেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের ইউটিউব ট্রেন্ডিং-এও শীর্ষ দশে স্থান করে নেয়।
সিভিএম নির্মিত ও এসকে শাহেদ আলী প্রযোজিত এই নাটকটি সম্প্রচারিত হয় ঈদের আগের দিন আরটিভিতে।
পরিশিষ্ট
ঈদুল আযহার এই জনপ্রিয় নাটকগুলো নাট্যজগতের নতুন দিগন্তের প্রতিনিধিত্ব করছে। ক্যামেরার পেছনের কলাকুশলীদের প্রচেষ্টার পাশাপাশি দর্শকদের চাহিদার পরিবর্তন বাংলা নাটকের উন্নয়নের এক বিস্তৃত মাইলফলক রচনা করেছে। কাজেই সুস্থধারা বজায় রেখে এই কিঞ্চিত ভিন্ন স্বাদ তৈরির প্রয়াস নতুন মাত্রা সংযোজনের দৌলতে বাংলা নাটকের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে পারে।
৩ বছর আগে