সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ
জীবন বাঁচাতে হিন্দু পরিচয়ে থাকতে হয়েছে: মেয়র সাদিক
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ১৫ আগস্টের হত্যার কথা স্মরণ করে জানিয়েছেন, জীবন বাঁচাতে একটা সময় হিন্দু পরিচয়ে থাকতে হয়েছে।
বিসিসি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গোষ্ঠী পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু তা দেশের জনগণ হতে দেয়নি।
আরও পড়ুন: বরিশালে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ৩
শনিবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বরিশালের সিটি মেয়র।
সাদিক আব্দুল্লাহ বলেন, ‘আমার দাদা আব্দুর রব সেরনিয়াবাতসহ আমার পরিবারের অধিকাংশ সদস্যকে ৭৫ এর সেই রাতে নির্মমভাবে হত্যা করা হয়। সেই মিন্টো রোডের বাসায় আমি মায়ের কোলে ছিলাম। আমার মা মরহুমা সাহানারা বেগমও গুলিবিদ্ধ হয়েছিলেন। জীবন বাঁচাতে আমরা ভারতে হিন্দু পরিচয়ে ছিলাম। যাতে কারও সন্দেহ না হয়। সে সময় আমাদের পেলেও মেরে ফেলতো।’
আরও পড়ুন: বরিশালে একদিনে ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯৫
তিনি বলেন, জনগণের টানে শত প্রতিকূলতার মধ্যেও আমরা দেশে ফিরে এসেছি। সেই জনগণের সেবা ছাড়া অন্য কোন লক্ষ্য আমার নেই। অতীতে বরিশালের অবকাঠামোগত উন্নয়ন টেকসইয়ের গ্যারান্টি দিয়ে নির্মাণ করেছি। যা আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়াও নগরীতে নতুন সড়ক নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণ ও খালের নাব্যতা রক্ষায় কাজ করেছি। এই মহৎকাজে সবসময় বরিশালের জনগণকে পাশে চাই।
সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সভাপতি সাইফুর রহমান মিরন এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, মাহমুদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি রাহাত খান, সাবেক সভাপতি গোপাল সরকার প্রমূখ।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
৩ বছর আগে