কুয়াকাটা সৈকত
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল নামের এক পর্যটক মারা গেছেন। সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রাজেশ রাজশাহী জেলার পুটিয়া এলাকার শরৎ কুমার পালের ছেল।
আরও পড়ুন: পিকনিকের লঞ্চে দুই নারীকে প্রহার, সেই যুবক আটক
স্থানীয়রা জানান, রাজেশ তার চাচাতো ভাই ও ভগ্নিপতি কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল সাগড় নীড়ে ওঠেন। তারা সমুদ্রে গোসলে নামেন। পরে রাজেশ সমুদ্রের ঢেউয়ের তোড়ে একটু গভীরে গিয়ে ডুবে যায়। এ সময় স্বজনদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।’
২৩১ দিন আগে
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ডলফিন। শনিবার সন্ধ্যায় মৃত ডলফিনটি সৈকতে পরে থাকতে দেখতে পায় স্থানীয় জেলেরা।
তারা জানান, প্রাায় ৬ থেকে ৭ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে মাছটি মারা যায়।
আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ভেসে আসা ডলফিনটি গঙ্গা নদীর শুশুক প্রজাতির। এ প্রজাতির ডলফিনগুলো সাধারণত মাছ খেয়ে বেঁচে থাকে। ফলে জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে। আবার বয়সের কারণেও এরা অনেক সময় মারা যায়। জোয়ারের তোপে মৃত ডলফিন সমুদ্র তীরে চলে আসে।
আরও পড়ুন: হালদায় ভেসে উঠল মৃত ডলফিন
এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন এবং তিমি সৈকতে ভেসে এসেছে।
১৬০২ দিন আগে