ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল
ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেলে আরও ১৯ মৃত্যু
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (করোনা ডেডিকেটেড) গত ২৪ ঘণ্টায় ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন করোনায় ও আট জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: আক্রান্ত ও উপসর্গে বরিশাল বিভাগে ২০ মৃত্যু
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, বর্তমানে ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩০৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫১ জন। প্রতিনিয়ত আইসিইউ বিভাগে রোগীর চাপ বাড়ছে।
আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ১২ মৃত্যু
ফরিদপুরর সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘটায় ফরিদপুর পিসিআর ল্যাবে ১৬৪ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ৭৪ জন। আক্রান্তের হার ৪৫ দশমিক ১২ শতাংশ। ফরিদপুর এ পর্যন্ত ১৮ হাজার ৯১৮জনের করোনা শনাক্ত হয়েছে।
সুস্থ হয়েছে ১৪ হাজার ৩৪৭ জন। সরকারি হিসাব এ পর্যন্ত শুধু করোনায় ৪৩৫ জনের মত্যু হয়েছে।
৩ বছর আগে