করোনায় মৃতদের দাফন
করোনা: ২২৫ জনের দাফন করেছে চাঁদপুর ইসলামী আন্দোলন
সারাদেশে করোনায় মৃত নারী-পুরুষ, ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষদের দাফন ও শেষ কৃত্য, অক্সিজেন, মাস্ক ও খাদ্য বিতরণ করে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি রক্ত দান সেবার কাজও করছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় ২০২০ সালের এপ্রিল মাস থেকে চাঁদপুর জেলায় সর্বস্তরের মানুষের দাফন ও শেষ কৃত্যের কাজ করে আসছে সংগঠনটির ১১টি দল। এ পর্যন্ত তারা জেলায় ২২৫ জনের দাফনের কাজে সম্পন্ন করেছে বলে জানিয়েছে কৃর্তপক্ষ।
আরও পড়ুন: করোনায় দাফন: কঠোর লকডাউনেও সক্রিয় কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা
এই বিষয়ে সংগঠনের জেলা প্রধান শেখ মুহাম্মদ জয়নাল আবদিন বলেন, ‘এই জেলায় আমরা এখন পর্যন্ত ২২৫ জনের দাফন-কাফনের কাজ সম্পন্ন করেছি। প্রতিদিনই এই কাজের সংখ্যা বাড়ছে।’
তিনি আরও বলেন, বর্তমানে সবচাইতে সংকটময় বিষয় হচ্ছে অক্সিজেন সেবা। আমরা ইতোমেধ্য চাঁদপুর সদর উপজেলায় অক্সিজেন সেবা শুরু করেছি। আজকে পর্যন্ত ২০ জনকে অক্সিজেন সেবা দেয়া হয়েছে। রবিবার থেকে মতলব দক্ষিণ উপজেলায় নতুন করে অক্সিজেন সেবা শুরু হবে।
জয়নাল আবদিন জানান, মহামারি করোনা পরিস্থিতিতে যখন আপন আত্মীয় স্বজন কাছে আসছে না, এমন সময়ে আমরা শুধুমাত্র মানবিক দিক বিবেচনা করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দাফনের কাজ করে যাচ্ছি। তাদের কোনও চাওয়া পাওয়া নেই।
আরও পড়ুন: পদ্মায় স্পিডবোট ডুবি: বরিশালের ৪ ব্যবসায়ীর দাফন সম্পন্ন
তবে চলমান অক্সিজেন সংকটের মুহূর্তে কেউ যদি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা করতে চায়, করতে পারেন বলে জানান তিনি।
৩ বছর আগে