আর্জেন্টাইন সুপারস্টার
বার্সেলোনা ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম না: মেসি
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাথে দুই দশকেরও বেশি সময়ের সম্পর্ক অবশেষে ছিন্ন করতে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। বার্সেলোনায় নিজের শেষ সংবাদ সম্মেলনে মেসি কথা বলা শুরুর আগেই কেঁদে ফেললেন।
রবিবার ন্যু কাম্পে বিদায়ী সংবাদ সম্মেলনের তিনি বলেন, ‘আমি জানি না আমি কথা বলতে পারব কিনা। এটা এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি এই ক্লাবটি ছেড়ে যাচ্ছি, আমার জীবন পুরোপুরি বদলে যাবে। এটা আমার এবং বিশেষ করে আমার পরিবারের জন্য একটি কঠিন পরিবর্তন হবে। কিন্তু এটা মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, এখানে অনেক বছর থাকায় এটি আমার ক্যারিয়ারের ‘সবচেয়ে কঠিন’ মুহূর্ত, আমি প্রস্তুত ছিলাম না।’
মেসি বলেন, আমি এখানে থাকতে সম্ভাব্য সব কিছুই করেছি, ক্লাব ও ক্লাবের প্রেসিডেন্টও চেষ্টা করেছে, ক্লাব বিশাল পরিমাণ ঋণের মধ্যে আছে এবং আর ঋণ বাড়াতে চায় না।
মেসির পরিবার এবং তার কিছু সতীর্থ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
৩৪ বছর বয়সী মেসি তার ভবিষ্যত ক্লাব সম্পর্কে বলেন, কাতালান ক্লাব ছাড়ার ঘোষণার পর তিনি বেশ কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন।
প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যাওয়া নিয়ে তিনি বলেন, ‘পিএসজি একটা সম্ভাবনা, যদিও এখনো কিছুই নিশ্চিত নয়।’
তিনি বলেন, ‘এই মুহূর্তে কোন ক্লাবের সাথে আমার চুক্তি নেই।’
২০০৪ সালে বার্সেলোনায় অভিষেক হয় মেসির। বার্সার জার্সিতে সর্বোচ্চ ৬৭২ গোল করেন তিনি। ক্লাবের হয়ে ৭৭৮টি ম্যাচ খেলেছেন, এটিও একটি রেকর্ড। তিনি স্প্যানিশ লীগে ৫২০ ম্যাচ থেকে ৪৭৪ গোল করেছেন। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি স্পেনের শীর্ষ লিগেরও রেকর্ড গোলদাতাও তিনি। স্প্যানিশ লীগের আট মৌসুমে নেতৃত্ব দিয়েছেন এবং ছয়বার চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ফুটবলের এই তারকা।
আরও পড়ুন: কোপার শিরোপা মেসির হাতে
ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইতালি
ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল: যে ফল ছিল আগের চার লড়াইয়ে
৩ বছর আগে