মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা
রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গবন্ধুর অন্যতম পথ প্রদর্শক ফজিলাতুন্নেছা মুজিব: প্রতিমন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গবন্ধুর অন্যতম পথ প্রদর্শক ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
তিনি বলেন, ‘বঙ্গমাতা সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন না। কিন্তু তিনি ছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন অত্যন্ত রাজনীতি সচেতন মানুষ এবং রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গবন্ধুর অন্যতম পথ প্রদর্শক।’
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে রবিবার লন্ডনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ‘A Humble Tribute to Bangamata Fazilatun Nessa Mujib: A Fearless Companion in Crisis and Struggle’ শীর্ষক ভার্চুয়াল স্মারক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রতিমন্ত্রী বলেন, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলার খরচ যোগানোর জন্য বঙ্গমাতা নিজের হাতের সোনার চুড়ি বিক্রি করে দিয়েছেন। সংসারের দায়িত্বও তিনি সমানভাবে পালন করেছেন।
ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেন, বাঙ্গালি জাতির মুক্তিসনদ ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ও সংকটময় মুহূর্তে বঙ্গমাতা পরামর্শক ও দিক-নির্দেশকের ভূমিকা পালন করেছেন। তার প্রেরণাতেই বঙ্গবন্ধু কারাগারে থেকেও মহামূল্যবান দুটি বই লিখেছেন।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের সভাপতিত্বে স্মারক অনুষ্ঠানে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, শিশু একাডেমির সভাপতি প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব লাকি ইনাম, যুক্তরাজ্যে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় সদস্য সৈয়দ সাজিদুর রহমান ফারুক বক্তব্য দেন।
সাইদা মুনা তাসনীম বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘লন্ডন হাইকমিশন বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীতে তার জীবনের ওপর লেখা বই এবং প্রবন্ধ ইংরেজিতে অনুবাদের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যাতে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশি তরুণরা বিশেষ করে তরুণীরা তার মূল্যবোধ ও আদর্শে উজ্জীবীত হতে পারে।’
তিনি বলেন, ‘যতদিন বাংলাদেশ ও বাঙালি জাতি থাকবে ততদিন বঙ্গবন্ধু ও মহীয়সী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব ‘বঙ্গমাতা’ মর্যাদায় বাঙ্গালি জাতির হৃদয়ে এবং বাঙালি জাতির ইতিহাসে একজন অসাধারণ রোল মডেল হিসেবে চির-ভাস্বর হয়ে থাকবেন।’
আরও পড়ুন: অটিজম সচেতনতায় সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস নীল আলোয় সজ্জিত
ভার্চুয়াল স্মারক অনুষ্ঠানে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিরাসহ তরুণ প্রজন্মের অনেকে অংশগ্রহণ করে বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
৩ বছর আগে