টিয়া
টিয়াসহ ২৩ পাখি উদ্ধার, ঠাকুরগাঁওয়ে ১ জনের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে টিয়াসহ ২৩টি পাখি উদ্ধার ও এই অপরাধের সাথে জড়িত একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার লাহিড়িহাট এলাকায় সোমবার বিকালে এ অভিযান চালিয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৮(২) ধারায় অপরাধীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আরও পড়ুন: মাগুরায় হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, চোখে পড়ে না বাসা
সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসন ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী এবং সামাজিক বনবিভাগ ঠাকুরগাঁওয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে ১৭ টি টিয়া, ৩টি তিলা মুনিয়া, ৩টি চাঁদি ঠোঁট পাখি উদ্ধার হয়। পাখিগুলোকে ওই ব্যক্তি বিক্রির উদ্দেশে বাজারে এনেছিল।
আরও পড়ুন: ঝিনাইদহে শিকারীদের হাত থেকে উদ্ধার হওয়া পাখি অবমুক্ত
পরে উদ্ধারকৃত পাখিগুলোকে নিরাপদ পরিবেশে উন্মুক্ত করে দেয়া হয়।
৩ বছর আগে