কঙ্কাল চুরি
শিবালয়ে কবর থেকে কঙ্কাল চুরি, স্থানীয়দের মাঝে ক্ষোভ
মানিকগঞ্জের শিবালয়ে কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে স্থানীয় মানুষের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল গ্রামের জান্নাতুল বাকি কবরস্থানে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে কোনো একসময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রবিবার সকালে কবরস্থানে কবর জিয়ারত করতে গেলে বিষয়টি টের পান স্থানীয়রা।
আরও পড়ুন: দেশের প্রথম গয়াল-ইল্যান্ডের কঙ্কাল তৈরি করলেন বাকৃবি অধ্যাপক
এ সময় কবরস্থানের অনেকগুলো কবর খোঁড়া দেখতে পান এবং মৃত মানুষের হাড় (কঙ্কাল) কবরস্থানের চারপাশে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জান্নাতুল বাকি কবরস্থানের সাধারণ সম্পাদক আবদুর রফিক বলেন, মাস ছয়েক আগে উপজেলার বরংগাইল এলাকার করিম ব্যাপারীর ছেলে মারা যায়। আজকে তার স্ত্রী ছেলের কবর জিয়ারত করতে সকালের দিকে কবরস্থানে আসেন। এরপর তার মাধ্যমেই জানতে পারি কবরস্থানের অনেকগুলো কবর খোঁড়া হয়েছে। পরে সকাল সাড়ে ৮টার দিকে কবরস্থানে গিয়ে দেখি ২২টির মতো কবর খুঁড়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে আটটি কবর পুরোপুরি খোঁড়া হয়েছে।
ধারণা করা হচ্ছে ওই আটটি কবর থেকে দুর্বৃত্তরা কঙ্কালগুলো চুরির করেছে। প্রত্যেকটি কবর খোঁড়ার পর আবার মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। কবরের মাটিগুলো যে আলগা তা স্পষ্ট বোঝা যাচ্ছে, তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না কতগুলো কঙ্কাল চুরি হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বলেন, কঙ্কাল চুরির ঘটনা শুনার পর পরই ওই কবরস্থানে গিয়ে আটটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পাই। তবে বাকি কবরগুলোও আংশিক খোঁড়া ছিল।
এ বিষয়ে শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রউফ সরকার বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সরেজমিনে কবরস্থান পরিদর্শন করেছি।
সেখানে কবরস্থান কমিটির লোকজনসহ স্থানীয়দের সঙ্গেও কথা বলেছি। কয়েকটি কবর খোড়া দেখা গেছে। তবে কতগুলো কঙ্কাল চুরি হয়েছে এখনো নিশ্চিত নয়।
কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আরও পড়ুন: চার মাস আগে চুরি হওয়া ২ লাশের কঙ্কাল উদ্ধার
কঙ্কালের সূত্র ধরে সন্দেহভাজন খুনি গ্রেপ্তার
৯ মাস আগে
বরিশালে কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ
বরিশাল সদরে একটি কবর থেকে কঙ্কাল চুরির খবর পাওয়া গেছে। এসময় আরও একটি কবর থেকে চুরির চেষ্টা করা হয়। শনিবার গভীর রাতে উপজেলার কাশিপুরে এ ঘটনা ঘটে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার বিকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পায়। তখন তারা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ
ওসি বলেন, কাশিপুরের হাওলাদার বাড়ির মৃত আব্দুস ছাত্তার হাওলাদারের কঙ্কাল চুরি হয়েছে। ২০১৭ সালে ৬৩ বছর বয়সে ওই ব্যক্তি মারা গিয়েছেন।
ওসি আরও জানান,পাশের আরেকটি কবর খোড়া হয়েছিলো। কিন্তু কঙ্কাল বের করতে পারেনি। স্থানীয়দের বিষয়টি নিয়ে সর্তক থাকার পরামর্শ দেয়া হয়েছে। কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে গোরস্থান থেকে ১৯ টি কঙ্কাল চুরি
১ বছর আগে
কবরের কঙ্কাল চুরি করতে গিয়ে গাজীপুরে যুবক আটক
গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে চুরি সময় তাকে হাতেনাতে ধরা হয়। এ সময় বেশ কিছু কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
আটক জাকির হোসেন (১৯) সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানা চরেরপাড় গ্রামের বাসিন্দা। এ সময় তার সহযোগী রাজন ও মজনু পলিয়ে গেছে। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামের হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করতো।
আরও পড়ুন: ফুলবাড়ি সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন ও মজনুকে কবর স্থানের পাশে ব্যাগ হাতে দেখতে পান। এসময় তাদের ব্যাগে কি আছে, তা জানতে চাওয়াতে তারা দৌঁড়ে পালানো চেষ্টা করে। জাকির হোসেনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। তার সাথে থাকা ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ৯৯৯-এ অভিযোগ পেয়ে ২ ভুয়া পুলিশ আটক
তারা জানান, চার মাস আগে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে।
এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
৩ বছর আগে