বিয়ে বাড়ি থেকে বর উধাও
বিয়ে বাড়ি থেকে বর উধাও: অপহরণ নাকি আত্মগোপন!
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা মিতাপাড়া গ্রামে বর ফুলবাবু চন্দ্র বর্মনের বাড়িতে বৌ-ভাতের আয়োজন হলেও বরের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় বরকে অপহরণ করা হয়েছে, নাকি বর আত্মগোপন করেছেন এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শনিবার বরের বাড়িতে গিয়ে দেখা যায় বৌ-ভাতের আয়োজনে আমন্ত্রিত অতিথিরা এসে ঘুরে যাচ্ছেন।
আরও পড়ুন: বিয়ের ৮ মাসের মাথায় গৃহবধূকে ‘হত্যার’ অভিযোগ
এলাকাবাসী জানান, ওই গ্রামের প্রভাত চন্দ্র বর্মনের ছেলে ফুলবাবু চন্দ্র বর্মন। তার দীর্ঘদিন ধরে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের দালালপাড়া গ্রামের হরি বর্মনের মেয়ে প্রতিমা রানী ওরফে শেফালীর প্রেমের সম্পর্ক ছিল।
কিন্তু পরে ফুলবাবু বিয়েতে টালবাহানা শুরু করে। এ অবস্থায় ১৫ দিন পূর্বে শেফালী বিয়ের দাবিতে ফুলবাবুর বাড়িতে অনশন শুরু করে। পরে বাড়ির লোকজন শেফালীকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে সালিশ বৈঠক বসেন। সেখানে উভয় পরিবারের লোকজন আনুষ্ঠানিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে উভয়ের হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি করার ও বিদায় আনুষ্ঠানের দিন ধার্য করা হয়।
গত বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বরযাত্রা ও শনিবার বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে বর ফুলবাবু বিয়ের বাজার করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিয়ের দিন শুক্রবার দীর্ঘক্ষণ অপেক্ষার পর কনে প্রতিমা রানী শেফালীর পরিবারের লোকজন তাকে মাইক্রোবাসে করে পরিবারের ১৫/২০ জন মানুষ বরের বাড়িতে দিয়ে আসেন। শনিবার বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের দিন ধার্য ছিল। কিন্তু আমন্ত্রীতরা ও আত্মীয়-স্বজন এসে ফিরে যাচ্ছেন। এ অবস্থায় বর ফুলবাবুকে কেউ অপহরণ করেছেন নাকি তিনি আত্মগোপনে রয়েছেন এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুন: আখাউড়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে পণ্ড
সদর উপজেলার মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান সোহাগ হোসেন ও আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন জানান, মেয়েটি বর্তমানে ফুলবাবুর বাড়িতে অবস্থান করছেন বলে জেনেছি।
৩ বছর আগে