বজ্রপাতে কৃষক নিহত
বগুড়ায় বজ্রপাতে ২ কৃষক নিহত
বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পাঁচ বাড়িয়া গ্রামে শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পঞ্চগড়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিহতরা হলেন- আগড়া পাঁচ বাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও একই গ্রামের খোকা মিয়ার ছেলে রাকিবুল হোসেন ওরফে রাকিব (২৭)।
প্রত্যক্ষদর্শীর বরাতে শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান জানান, শহিদুল ও রাকিব তাদের বাড়ির কাছে নিজের জমিতে মরিচের চারা রোপণ করছিলেন। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটলে জমিতে কাজ করা অবস্থায় তারা মারা যান।
আরও পড়ুন: জয়পুরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ৪
৩ বছর আগে