সুহেইল শাহীন
দেশ ছাড়ছে আফগানরা, বিমানবন্দরে বিশৃঙ্খলা
তালেবান যোদ্ধারা কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর হাজার হাজার মানুষ দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় করেন। এ সময় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।
এর আগে রবিবার তালেবানরা কাবুলে প্রবেশ করার পর প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ত্যাগ করেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত মানুষ বিমানবন্দরে এসে হুড়োহুড়ি করে বিমানে ওঠার চেষ্টা করছে।
দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সব কর্মীদের সরিয়ে নিচ্ছে। এছাড়া অন্যান্য পশ্চিমা দেশগুলোও তাদের মিশন বন্ধ করে দিয়েছে এবং কর্মী এবং বেসামরিক লোকদের সরিয়ে নিচ্ছে।
কূটনৈতিক কোয়ার্টারে কাজে আসা ৫৫ বছর বয়সী বাগান মালিক শাহ মোহাম্মদ বলেন, ‘শহরের প্রতিটি রাস্তা ও মোড়ে মোড়ে কয়েকজন তালেবান যোদ্ধা ছিল। স্বাভাবিকের চেয়ে কম যানবাহন ছিল এবং রাস্তায় কম লোক ছিল।
এর আগে তালেবানের মুখপাত্র সুহেইল শাহীন টুইটে বলেন, যোদ্ধাদের নির্দেশ দেয়া হয়েছে যে তারা অনুমতি ছাড়া কোনো বাড়িতে প্রবেশ করবেন না এবং তাদের সম্পত্তি, বাড়িঘর এমনকি জীবন নিরাপদ থাকবে।
আরও পড়ুন: দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট
কাবুলে প্রবেশ করেছে তালেবান, ক্ষমতার 'শান্তিপূর্ণ হস্তান্তরের' অপেক্ষা
৩ বছর আগে