জনগণের সরকার
আফগানিস্তানে ‘জনগণের সরকার হলে’ বাংলাদেশ স্বাগত জানাবে: পররাষ্ট্রমন্ত্রী
আফগানিস্তানের নতুন সরকারকে সে দেশের জনগণ সমর্থন দিলে বাংলাদেশও মেনে নেবে বলে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা জনতার সরকারে বিশ্বাস করি। আমরা সেই সরকারকে বিশ্বাস করি জনগণ যাকে পছন্দ করে। আমরা গণতান্ত্রিক সরকারে বিশ্বাসী। যদি তালেবান সরকার তার জনগণের সমর্থিত সরকার হয় তাহলে বাংলাদেশের দরজা অবশ্যই খোলা থাকবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সব দেশের প্রতি বন্ধুত্বে বিশ্বাস করে এবং যদি কোনো সরকার বাংলাদেশের সহযোগিতা চায় তাহলে বাংলাদেশ সমর্থন দেবে।
তিনি বলেন, আফগানিস্তান বাংলাদেশের একটি বন্ধুত্বপূর্ণ দেশ, সার্কের সদস্য রাষ্ট্র। বাংলাদেশ আফগানিস্তানের উন্নয়ন দেখতে চায়।
আরও পড়ুন: দেশ ছাড়ছে আফগানরা, বিমানবন্দরে বিশৃঙ্খলা
এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, বাংলাদেশে কিছু সন্ত্রাসী আছে যাদের আফগানিস্তানে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমরা তাদের শেষ করে দিয়েছি এবং এখানে তাদের আর পুনর্বিন্যাস দেখার সুযোগ নেই।‘
পরিস্থিতি সাবধানতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি বাংলাদেশ সাবধানতার সাথে পর্যবেক্ষণ করছে।
এতে বলা হয় ‘আমরা আফগানিস্তানের সকল স্টেকহোল্ডারসহ বিদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’
৩ বছর আগে