খাদ
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৪৫, বেঁচে গেল ৮ বছরের শিশু
দক্ষিণ আফ্রিকায় বৃহস্পতিবার ইস্টার উৎসবে যাওয়ার পথে পুণ্যার্থীদের বহনকারী একটি বাস পাহাড়ি গিরিপথের একটি সেতু থেকে খাদে পড়ে এবং এতে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।
দেশটির উত্তরাঞ্চলীয় লিম্পোপো প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় বেঁচে যায় শুধু ৮ বছরের একটি শিশু। বর্তমানে সে চিকিৎসা নিচ্ছে। শিশুটি গুরুতর আহত হয়েছে বলে জানান তারা।
লিম্পোপো প্রাদেশিক সরকার জানিয়েছে, বাসটি মামাতলাকালা সেতু থেকে ছিটকে ৫০ মিটার খাদে পড়ে যায় এবং এতে আগুন ধরে।
আরও পড়ুন: ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতে নিহতের সংখ্যা বেড়ে ২৩
প্রাদেশিক সরকার জানিয়েছে, তল্লাশি অভিযান চলছে। তবে অনেক মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের চেনা যাচ্ছে না এবং এখনও অনেক মৃতদেহ গাড়ির ভেতরে আটকা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ধারণা বাসটি পার্শ্ববর্তী দেশ বতসোয়ানা থেকে ইস্টারের জনপ্রিয় তীর্থযাত্রার আয়োজক মোরিয়া শহরে যাচ্ছিল। তারা বলছে যে মনে হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং নিহতদের মধ্যে একজন তিনি।
দেশটির পরিবহন মন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গা সড়ক নিরাপত্তা বিষয়ে একটি প্রচারণার জন্য লিম্পোপো প্রদেশে ছিলেন এবং দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য তার এই কর্মসূচি পরিবর্তন করেছেন বলে দেশটির পরিবহন বিভাগ জানিয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং হতাহতদের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় নৌকাডুবি: সাগর থেকে ৩ রোহিঙ্গার লাশ উদ্ধার
ব্রাজিলে ভারী বর্ষণে ৭ জনের মৃত্যু, ১৬ ঘণ্টা পর কাদা থেকে ৪ বছরের শিশু জীবিত উদ্ধার
৭ মাস আগে
কুড়িগ্রামে ট্রাক্টর খাদে পড়ে কিশোর নিহত
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক্টর খাদে পড়ে শহিদুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ১ নম্বর দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ার চরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরে শহিদুল ওই ইউনিয়নের হরিণধরা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
আরও পড়ুন: আফ্রিকার বিরোধপূর্ণ তেলসমৃদ্ধ অঞ্চল আবেইতে সংঘর্ষে নিহত ৫২
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে ওই ইউনিয়ের ঝগড়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাক্টরের উপরে থাকা কিশোর শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দাঁতভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮
সাভারে গাছের সঙ্গে পিকাপ ভ্যানের ধাক্কা, নিহত ২
৯ মাস আগে
ভোলায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০
ভোলার চরফ্যাশনে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে এক পথচারীর নিহত এবং বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪ : যাত্রী কল্যাণ সমিতি
নিহত কালু খাঁ চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় আহতদের মধ্যে ১১ জন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে আবির এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের দক্ষিণ আইচা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে আসে।
বাসটি কাশেমগঞ্জ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশে থাকা কালু খাঁ নামের এক পথচারী বাসচাপায় নিহত হন। এ সময় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
জুন মাসে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৬
১ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর খাদে পড়ে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দিসার এলাকার কসবা-সৈয়দবাদ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক্টর হেলপার পাভেল মিয়া (১৮)ও পথচারী দেলোয়ার মিয়া (৩০)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, কসবা থেকে একটি ট্রাক্টর তিনলাখপীর যাওয়ার পথে চান্দিসার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা একজন পথচারী ঘটনাস্থলেই মারা যায়। ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমক্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
তিনি আরও বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র জব্দ, গ্রেপ্তার ২
১ বছর আগে
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৯
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির মধ্যে একটি যাত্রীবাহী বাস পাহাড়ী রাস্তা থেকে পিছলে গভীর খাদে পড়ে ১৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। দেশটির একজন সরকারি কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন।
রবিবার বেলুচিস্তান প্রদেশের শিরানি জেলার সহকারী প্রশাসক মাহতাব শাহ জানিয়েছেন,বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।
তিনি বলেন, উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ির ধ্বংসাবশেষ ও আশপাশে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছেন।
শাহ বলেন, মূলত ভারী বৃষ্টির কারণে বাসটি ভেজা রাস্তা থেকে পিছলে যায় এবং চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে বাসটি প্রায় ২০০ ফুট (৬১ মিটার) গভীর খাদে পড়ে যায়।
পাকিস্তানে দুর্বল সড়ক অবকাঠামো, ট্রাফিক আইনের প্রতি উদাসীনতা ও ত্রুটিপূর্ণ যানবাহনের কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। গত মাসে দেশটির কিলা সাইফুল্লাহ জেলায় একটি বাস খাদে পড়ে ২২ জন নিহত হয়।
আরও পড়ুন: মালদায় স্কুলবাস খাদে, ৩০ শিক্ষার্থী আহত
ভারতের মণিপুরে ভূমিধসে নিহত ২৪
২ বছর আগে
ভারতে বাস খাদে পড়ে নিহত ২৬
ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। সোমবার রাজ্যটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, রবিবার সন্ধ্যায় রাজ্যের উত্তরকাশী জেলায় এ দুর্ঘটনা ঘটে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘বাসটি মধ্যপ্রদেশ থেকে ৩০ জন তীর্থযাত্রীকে নিয়ে উত্তরাখণ্ডের পবিত্র শহর যমুনোত্রীতে যাওয়ার পথে ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।’
ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে’।
আরও পড়ুন: ভারতে লবণ কারখানার দেয়াল ধসে ১২ জনের মৃত্যু
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত প্রায় ২৬টি লাশ উদ্ধার করা হয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার দেবেন্দ্র পাটওয়াল গণমাধ্যমকে বলেছেন, ‘লাশগুলোকে দেরাদুনে পাঠানো হচ্ছে। সেখান থেকে সেগুলোকে মধ্যপ্রদেশে পাঠানো হবে। বাসের হেলপারের লাশ স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে রাখা হয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
ভারতে প্রতি চার মিনিটে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে। অর্থাৎ দেশটিতে প্রতি বছর এক লাখেরও বেশি মানুষ সড়কে প্রাণ হারায়। দুর্ঘটনার কারণ হিসেবে সাধারণত ভাঙা রাস্তাঘাট, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মেনে চলাকে দায়ী করা হয়।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত
ভারতের মধ্যপ্রদেশে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭
২ বছর আগে
মানিকগঞ্জে ট্রাক্টর খাদে পড়ে দুজনের মৃত্যু
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া বাজার এলাকায় ট্রাক্টর খাদে পড়ে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
রবিবার বিকালে বালিরটেক-বেড়িবাঁধ আঞ্চলিক সড়কের উপজেলার হাটিপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার আয়নাল (৩৫) ও মিরাজ (৩২)। নিহত দুজনই ট্রাক্টর চালকের সহযোগী ছিলেন।
আরও পড়ুন: শরীয়তপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক মেয়র পুত্রের মৃত্যু
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার হাটিপাড়া এলাকায় বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং খুঁটিতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
তিনি বলেন, এ ঘটনায় আহত তিনজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া নিহতদের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২ বছর আগে
সড়ক দুর্ঘটনায় দুই চীনা নাগরিকসহ নিহত ৩
বরগুনায় মাইক্রোবাস খাদে পড়ে তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই চীনা কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। মাইক্রোবাস চালক আহত হয়েছেন। রবিবার মধ্য রাতে জেলার আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের চীনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কোম্পানির সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং ও তাদের দোভাষী প্রকৌশলী মো. ফখরুল হাসান। ফখরুলের বাড়ি ঢাকার গুলশানে। তার বাবার নাম মো. আনিসুর রহমান। পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
আহত গাড়িচালক মো. মুসা মৃধা পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী গ্রামের আব্দুস সালাম মৃধার ছেলে।
আরও পড়ুন: নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার
জানা গেছে, দুই চীনা নাগরিক ও তাদের দোভাষী ঢাকা থেকে একটি ভাড়ায় চালিত মাইক্রোবাসে করে তালতলী তাপ বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলেন। পথে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং, দোভাষী প্রকৌশলী মো. ফখরুল হাসান ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ওই রাতেই নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আহত গাড়িচালক মো. মুছা মৃধা করোনায় আক্রান্ত হওয়ায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়িটি পানির নিচে তলিয়ে থাকায় তিনজন মারা যান। পুলিশ রাতেই নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দোভাষী তন্ময় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চীনের উপহারের আরও ১০ লাখ টিকা দেশে পৌঁছেছে
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে তিনজনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বরগুনা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক বলেন, আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ও চীনা দুতাবাস নিহত দুই চীনা নাগরিকের মরদেহ দেশে ফিরিয়ে নেয়ার সকল ব্যবস্থা করবেন।
আরও পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক হলে চীনে ফিরতে অগ্রাধিকার পাবে বাংলাদেশি শিক্ষার্থীরা
৩ বছর আগে