কথিত বন্দুকযুদ্ধে নিহত
কেরানীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় সোমবার রাতে র্যাব-১০ এর সদস্যদের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: সাহিনুদ্দিন হত্যা: কথিত বন্দুকযুদ্ধে আসামি নিহত
র্যার-১০ এর দায়িত্বরত কোম্পানি কমান্ডার মেজর ওহেদুর রহমানের ভাষ্য, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক হাউজিং এলাকায় সোমবার দিবাগত রাতে র্যাব (১০) এর টহল দল ও সন্ত্রাসীদের মাঝে ২০-৩০ মিনিট গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে আহত অবস্থায় দুই সন্ত্রাসীকে দেখতে পেয়ে তাদের উদ্ধার করে র্যাব সদস্যরা। পরে রাতেই আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, র্যাবের গুলিতে আহত দুই যুবক মারা গেছে। তবে এখনও তাদের কোন নাম ঠিকানা পাওয়া যায়নি।
আরও পড়ুন: বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফে ২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সকাল ১০টার দিকে তাদের থানার একজন পুলিশ অফিসারকে তথ্য সংগ্রহের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আসার পর সকল তথ্য দেয়া হবে।
৩ বছর আগে