বাংলাদশে
পানি নিয়ে বাংলাদশ-নেদারল্যান্ডের ছবি ও ভিডিও প্রতিযোগিতা
পানি নিয়ে বাংলাদশে-নেদারল্যান্ডের মধ্যে ছবি ও ভিডিও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
নেদারল্যান্ডের রাজধানী হেগে অবস্থিত বাংলাদশে দূতাবাস ও র্শীষস্থানীয় ডাচ পানি সংক্রান্ত ইনস্টটিউিশনের সাথে যৌথভাবে ‘বাংলাদেশ@৫০ দ্যা ওয়াটার স্টোরি’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে।
নেদারল্যান্ডের বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ-নেদারল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২২ সালে দুই দেশের মানুষের মধ্যে ‘বন্ধুত্ব উদযাপন’ করার অংশ হিসেবে দূতাবাস এই প্রতিযোগিতার আয়োজন করছে। বাংলাদেশ এবং নেদারল্যান্ড উভয়ই সক্রিয় ব-দ্বীপ যেখানে মানুষের কাছে পানি নিয়ে অনেক গল্প বলার আছে।
২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ২০২২ সালে নেদারল্যান্ড-এর সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি। এই মাইলফলক দুটি সামনে রেখে বাংলাদেশ এবং ডাচ জনগণের সম্বিলিত আশা-আকাঙ্ক্ষা এবং উদ্ভাবনকে তুলে ধরার জন্য পানিকে একটি সার্বজনীন উদযাপনের উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ছবি ও ভিডিও প্রতিযোগিতার বিষয়বস্তু হলো
ক) স্থল ও পানিতে বসবাস (বাংলাদেশে)
খ) অনুপ্রাণিত মানুষ ও পানি (বাংলাদেশে) এবং
গ) সমৃদ্ধ র্অথনীতি এবং পানি (বাংলাদেশে)।
প্রতিযোগিতাটি কিশোর, অপেশাদার, পেশাদার চিত্রগ্রাহক সহ সকল বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য একটি গ্রান্ড পুরস্কার ও নয়টি থিম পুরস্কার থাকবে।
বিজয়ী ছবিগুলো ২০২২ সালের প্রথম দিকে একটি ফটো-বুকে ও প্রদর্শনীতে উপস্থাপন করা হবে।
প্রতিযোগিতার বিস্তারিত তথ্যাদি পাওয়া যাবে http://www.photocontestbangladesh.com/
যেকোন আগ্রহী বাংলাদেশি ৩০ অক্টোবর ২০২১ এর মধ্যে লিঙ্কটি ক্লিক করে ওয়েব পোর্টালে ছবি ও ভিডিও জমা দিতে পারবে।
আরও পড়ুন: ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর ভারতের
আফগানদের সাময়িক আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ, ঢাকার ‘প্রত্যাখ্যান’
বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদনের সময় বাড়ল
৩ বছর আগে