লেবাননের দক্ষিণাঞ্চলে ভারী গোলাবর্ষণ ও স্থল সংঘর্ষ চলাকালে শুক্রবার হিজবুল্লাহ বা তাদের সহযোগী গোষ্ঠীগুলোর ছোড়া রকেট জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে আঘাত হেনেছে।
শুক্রবার ওই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এছাড়া রকেটের আঘাতে মিশনের চার ইতালীয় সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইউএনআইএফআইএল জানিয়েছে, রকেটগুলো একটি বাঙ্কার ও একটি রসদ এলাকায় আঘাত হানায় আশপাশের অবকাঠামোর বেশ ক্ষতি হয়েছে। এক সপ্তাহের মধ্যে শামা ঘাঁটিতে এটি তৃতীয় হামলার ঘটনা।
আরও পড়ুন: লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৪৭
এর আগে, শুক্রবার ইউএনআইএফআইএলের মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি বলেছিলেন যে তারা উপকূলীয় শহর নাকৌরা এবং উত্তর-পূর্বের চামা গ্রামসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ পর্যবেক্ষণ করছেন।
টেনেন্টি বলেন, ‘আমাদের ঘাঁটির আশপাশে ভারী গোলাবর্ষণের বিষয়ে আমরা অবগত।’
গত ১ অক্টোবর থেকে ইসরাইল লেবাননে স্থল আগ্রাসন শুরু করার পর থেকে এ পর্যন্ত ইউএনআইএফআইএলের বেশ কয়েকটি পোস্টে হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন।