বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস
বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে কর্মীদের নিঃস্বার্থভাবে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। স্বার্থ নিয়ে কাজ করলে সেখানে সমস্যার সৃষ্টি হয়।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে নিঃস্বার্থভাবে জনগণের জন্য কাজ করছেন। ঠিক সেভাবে সকল নেতা কর্মীকে কাজ করতে হবে।’
আরও পড়ুন: রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গবন্ধুর অন্যতম পথ প্রদর্শক ফজিলাতুন্নেছা মুজিব: প্রতিমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে রায়পুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত শোক সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা ও পরিবারের হারানোর যে বেদনা তা মানুষের মুখে হাসি ফুটানোর মাধ্যমে, মানুষের জীবন মান উন্নয়নের মাধ্যমে এবং মানুষের কষ্ট লাগবের মাধ্যমে হারানো শোককে শক্তিতে রূপান্তর করতে হবে।
তিনি বলেন, আগস্ট মাস শোকের মাস। এই মাসেই আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গুবন্ধু শেখ মুজিবকে হারিয়েছে। তিনি জন্মেছেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি একজন মহান নেতা। আমরা হতভাগ্য জাতি,যে জাতি তার সর্বোচ্চ নেতাকে এ আগস্ট মাসে হারিয়েছে।
আরও পড়ুন: দুর্নীতিবাজ আত্মীয়কেও প্রধানমন্ত্রী ছাড় দিচ্ছেন না: প্রতিমন্ত্রী
রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে লক্ষ্মীপর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সাবেক মেয়র রফিকুল হায়দর বাবুল পাঠান, জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামশেদ কবির বাক্কী বিল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
৩ বছর আগে