বনানী থানা
বনানী থেকে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী আটক
রাজধানীতে বনানী থানা কমিটির আমির তাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রাফিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বনানী ওয়্যারলেস গেট নবাবী রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় জামায়াতের লোকজনকে আটক করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে উপজেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ১৪
বিএনপির আন্দোলনের সঙ্গে সামঞ্জস্য রেখে জামায়াত নতুন কর্মসূচি নিয়ে এসেছে। গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া বিএনপির যুগপৎ আন্দোলনের প্রথম দুই কর্মসূচিতে অংশ নেয় তারা। এরপর দলগুলো তাদের নিজস্ব পথে এগোয়।
২৫ মে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণার পর জামায়াত অন্ধকার থেকে বেরিয়ে এসে ৫ জুন বায়তুল মোকাররমে কর্মসূচি ঘোষণা করে। কিন্তু এতে তারা পুলিশের অনুমতি নিতে পারেনি। এরপর তারা ১০ জুন একই স্থানে আরেকটি কর্মসূচি ঘোষণা করেছে, যার জন্য তারা আশা প্রকাশ করেছে।
আরও পড়ুন: পলাশবাড়ি পৌর জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
সিলেটে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৬৭ জন কারাগারে
৬৬৮ দিন আগে
পরীমণি আবারও একদিনের রিমান্ডে
বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিকে তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার সকালে পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
গত ১৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমণির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
অন্যদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে পরীমণির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকালে বনানীর ১২ নম্বর রোডের পরীমণির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট পরীমণির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: পরীমণির আরও ৫ দিনের রিমান্ড চায় সিআইডি
কাশিমপুর কারাগারে পরীমণি
পরীমণি, পিয়াসা ও হেলেনাসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব
১৩২৪ দিন আগে
পরীমণির আরও ৫ দিনের রিমান্ড চায় সিআইডি
বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিকে তৃতীয় দফায় আরও পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
বিচারক আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরীমণির উপস্থিতিতে জামিন ও রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন।
এর আগে, গত ১৬ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে পরীমণির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন। আদালত ১৮ আগস্ট জামিন শুনানির দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকালে বনানীর ১২ নম্বর রোডের পরীমণির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট পরীমণির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে পরীমণি
পরীমণি, পিয়াসা ও হেলেনাসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব
পরীমণি-সাকলাইন ঘটনা তদন্তে কমিটি
১৩২৫ দিন আগে