সচিব সভা
উন্নয়নের ধারা অব্যাহত রাখুন: সচিবদের প্রধানমন্ত্রী
দেশের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচিবদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতেও যেন এগিয়ে যেতে পারে সেইভাবেই আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।’
বুধবার এনইসির সম্মেলন কক্ষে সচিব সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বৈঠকে যোগ দেন।
তিনি বলেন, আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ভিত্তিটা তৈরি করেছি।
ডেল্টা প্ল্যান পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে আমাদের আরও অনেক উন্নত হতে হবে, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি।
উন্নয়ন পরিকল্পনা যথাযথ বাস্তবায়নে তিনি সচিবদের কাজ করার নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, সরকারের প্রধান কাজ হচ্ছে তৃণমূলের মানুষকে উন্নত জীবন দেয়া।
তিনি বলেন, মানুষ যাতে দরিদ্র্য থেকে মুক্তি পায়, উন্নত জীবন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষাসহ সকল মৌলিক অধিকার লাভের সুযোগ পেতে পারে সে লক্ষেই সরকার কাজ করছে।
শেখ হাসিনা বলেন, সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে যাতে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ব্যর্থ না হয়।
তিনি বলেন, আমরা বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে এগিয়ে নিয়ে যাব কারণ আমরা ইতোমধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার সংকল্প প্রধানমন্ত্রীর
গ্রামে ৫জি সম্প্রসারণসহ একনেকে ১০ প্রকল্পের অনুমোদন
৩ বছর আগে