পড়ে
জকিগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩
সিলেটের জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের খাদে ছিটকে পড়ে পানিতে ডুবে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর্তমানে মোট মৃত্যু সংখ্যা তিনজন। এ সময় চারজনকে আহতাবস্থায় মাইক্রোবাসের ভিতর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারহাল ইউনিয়নের শাহবাগের নিজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: এক অসহায় বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন!
পুলিশ সূত্র জানিয়েছে, দূর্ঘটনায় সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩), একই ইউপির ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬) নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাসটি (সিলেট-ট- ১১-০৫২২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে ৭ জনকে উদ্ধার করেন। এরমধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে। পরে সিলেট নেবার পথে আরও দুই জন মারা যান।
আরও পড়ুন: শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধ
খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ও জকিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, দূর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ ও গাড়ি উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে গাড়িতে মোট কয়জন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
৩ বছর আগে