নসিমনচাপা
সিরাজগঞ্জে নসিমনচাপায় কৃষক নিহত
সিরাজগঞ্জের তাড়াশে নসিমনের চাপায় শফিকুল ইসলাম (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার মথুরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক শফিকুল ইসলাম উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের কোরপ আলী মণ্ডলের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শফিকুল মাঠের ধান কেটে সড়কের একপাশে ভ্যানে বোঝাই করছিলেন। এ সময় একটি নসিমন তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগে থাকা চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়রা নসিমনটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন।
আরও পড়ুন: ট্রাক চাপায় বিমান বাহিনীর ১ সদস্যের মৃত্যু
ভোলায় নসিমনচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
১০ মাস আগে
ভোলায় নসিমনচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মালবাহী নসিমন চাপায় মো. সোহেল (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে ও ঢাকার আশুলিয়া এলাকার একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, করোনার কারণে সে গত কয়েক মাস ধরে বাড়িতে অবস্থান করছিল। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে লালমোহনের উদ্দেশ্যে রওনা হয়। পরে বোরহানউদ্দিনের দালাল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চাপায় সোহেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে নেয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন নিহতের ঘটনা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নিহতের লাশ ভোলা সদর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ট্রাক চাপায় বিমান বাহিনীর ১ সদস্যের মৃত্যু
জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৮: যাত্রী কল্যাণ সমিতি
৩ বছর আগে