ক্যাশব্যাক
মানব পাচারের শিকার ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবার লক্ষ্যে ‘আশ্বাস’ ও ডিজিটাল হসপিটালের অংশীদারিত্ব
সম্প্রতি বাংলাদেশ ভিত্তিক উদ্ভাবনী ডিজিটাল স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান ডিজিটাল হসপিটালের সঙ্গে সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে। প্রকল্পটি মানব পাচারের শিকার পুরুষ ও নারীদের পুনর্বাসনে কাজ করছে আর ডিজিটাল হসপিটাল তাদের বিভিন্ন ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদান করছে। এতে এখনও নতুন সদস্য যোগদান করছে।
স্বাস্থ্য প্যাকেজ স্বাধীন (ডিজিটাল হসপিটাল প্রদত্ত) -এ রয়েছে প্রতি মাসে ১৫০ মিনিট পর্যন্ত (ব্যবহারকারী এবং তার পরিবার উভয়ের জন্য) বিনামূল্যে ২৪/৭ ডক্টর কলের পাশাপাশি হাসপাতালে থাকার কাভারেজ হিসেবে এক লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে ফ্রি হেলথ ক্যাশব্যাক। এছাড়া তিন মাসের জন্য রয়েছে আইসোলেশন কাভারেজ হিসেবে পাঁচ হাজার টাকা এবং এক হাজার ৬০০ টাকা ওপিডি কাভারেজ। প্যাকেজটিতে আরও রয়েছে সারা দেশের এক হাজারেরও বেশি হাসপাতাল,ফার্মেসি ও ডায়াগনোস্টিক সেন্টারে পণ্য/সেবায় ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়।
এছাড়া,সুবিধাভোগীরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পরামর্শ, হেলথ ক্যাম্প এবং অনলাইন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
আরও পড়ুন: নড়াইলে মানব পাচারের অভিযোগে ২ তরুণ আটক
২০২২ সালে প্রকল্পটির শেষ নাগাদ,পাচারের শিকার পুরুষ ও নারীদের একটি বিশাল অংশকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বিভিন্ন উপায়ে সাহায্য করার পরিকল্পনা করেছে আশ্বাস।
ডিজিটাল হসপিটালের সিসিও ও সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু স্মিথ বলেন, পাচারের শিকার অধিকাংশ মানুষ মানসিক এবং শারীরিক ট্রমার শিকার হন। সামাজিক ও পারিবারিক জীবনে পুনর্বাসনে তাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এসব নারী-পুরুষদের কাউন্সেলিং, আইনি সেবা এবং অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়তা প্রদানে কাজ করছে আশ্বাস। আর এখন, মানব পাচারের শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানে আশ্বাসের সঙ্গে যোগ দিয়েছে ডিজিটাল হসপিটাল। কারণ দেখা যায়, এসব মানুষ প্রায় সময় খরচ বেশি ও সহজলভ্য নয় বলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন না। সকল সামাজিক ও ভৌগলিক বাধা অতিক্রম করে আমরা সমাজের একটি অংশ বা পুরো সমাজকে সর্বদা স্বাস্থ্য সংক্রান্ত সহাযতা প্রদান করব, কারণ আমরা বিশ্বাস করি সবার সুস্থ থাকার অধিকার রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে মানব পাচারে যুক্ত বাংলাদেশির কারাদণ্ড
২ বছর আগে
বিকাশে মোবাইল রিচার্জে ৩০ শতাংশ ক্যাশব্যাক
বিকাশ অ্যাপ থেকে যেকোনো নম্বরে ৬০ টাকা মোবাইল রিচার্জ করলেই মিলছে ৩০ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে নিজের নম্বরে একই পরিমাণ রিচার্জ করলে মিলছে ৫ শতাংশ ক্যাশব্যাক।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ নভেম্বর পর্যন্ত এই অফারগুলো চলবে।
আরও পড়ুন: বরিশালে গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করল বিকাশ
অফার চলাকালীন একজন গ্রাহক একবারই অ্যাপ দিয়ে ৩০ শতাংশ এবং ইউএসএসডি দিয়ে ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। গ্রাহক নিজের বা অন্য কারো মোবাইল রিচার্জ করার পরবর্তী কার্যদিবসের মধ্যে নিজের বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাকটি পেয়ে যাবেন।
৩ বছর আগে
বিকাশ অ্যাড মানিতে মাসজুড়ে ৫০০ টাকা ক্যাশব্যাক
অক্টোবর মাসজুড়ে ব্যাংক বা কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করে প্রতি ঘণ্টায় প্রথম পাচঁ জন গ্রাহক জিতে নিতে পারছেন ৫০০ টাকা করে ক্যাশব্যাক। প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি ঘণ্টায় ব্যাংক বা কার্ড থেকে বিকাশ-এ ছয় হাজার ৫০০ টাকা কিংবা তার বেশী অ্যাড মানি করলে এই ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।
একজন গ্রাহক ক্যাম্পেইন চলাকালীন দিনে একবার এই অফারটির জন্য বিবেচ্য হবেন। যে নাম্বারে অ্যাড মানি করা হবে সেই বিকাশ অ্যাকাউন্টে দুই-তিন কার্যদিবসের মধ্যে ক্যাশব্যাক পৌঁছে যাবে।
আরও পড়ুন: ক্যাশ আউট খরচ কমলো বিকাশে
বর্তমানে ২৯টি বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ থেকে সহজেই নিজের বা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারছেন। একই সাথে বাংলাদেশে ইস্যুকৃত সকল ভিসা কার্ড ও মাস্টারকার্ড থেকে একইভাবে নিজের বা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারছেন গ্রাহকরা।
বিকাশে টাকা আনতে প্রথমে গ্রাহককে যে ব্যাংক থেকে অ্যাড মানি করতে চান সেই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং-এ নিবন্ধন করে নিজের বা প্রিয়জনের বিকাশ নম্বর বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে। এরপর ইন্টারনেট ব্যাংকিং এ লগ ইন করে কয়েকটি সুনির্দিষ্ট ধাপে বিকাশ নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, টাকার পরিমাণ, ওটিপি কোড, বিকাশ পিন ইত্যাদি টাইপ করলে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন সহজেই। লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন।
আরও পড়ুন: এমএফএস অপব্যবহার রোধে চট্টগ্রামে বিকাশের কর্মশালা
কার্ড থেকে অ্যাড মানি করতে বিকাশ অ্যাপের কার্ড টু বিকাশ অপশন থেকে কয়েকটি ধাপ অনুসরণ করেই অ্যাড মানি করার সেবা নেয়া যাচ্ছে। একজন গ্রাহক একাধিক কার্ড থেকে এই সেবা নিতে পারেন।
৩ বছর আগে
ঢাকা, চট্টগ্রামের ‘নগদ’ পেমেন্টে ৭ শতাংশ ক্যাশব্যাক
ঢাকা ও চট্টগ্রামের ১০৭টি ফার্মেসিতে মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’ এর মাধ্যমে পেমেন্ট করলেই তাৎক্ষণিক সাত শতাংশ ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা। করোনা মহামারিতে মানুষের আর্থিক সাশ্রয়ের উদ্যোগ হিসেবে ক্যাম্পেইনটি চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।
আরও পড়ুন: ‘বিবেকের আয়না’ নিয়ে বিভিন্ন অঞ্চল ঘুরছে ‘নগদ’
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্যাম্পেইনের আওতায় একজন ‘নগদ’ গ্রাহক তার ওয়ালেট থেকে ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত ১০৭টি ফার্মেসিতে পেমেন্ট করলে তাৎক্ষণিক সাত শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এই অফারটি উপভোগের জন্য একজন গ্রাহক নির্ধারিত ফার্মেসিগুলো থেকে কোনও পণ্য কিনে তার ওয়ালেটের মাধ্যমে কিউ আর কোড স্ক্যান করে বা অ্যাপের মাধ্যমে কিংবা ইউএসএসডি ব্যবহারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
এই ক্যাম্পেইনটি চলাকালে ‘নগদ’-এর একজন গ্রাহক সর্বোচ্চ দুইবার ক্যাশব্যাক পাবেন। এ ক্ষেত্রে ‘নগদ’ কর্তৃক আরোপিত শর্তাবলী মেনে একজন গ্রাহক এই ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। চলমান এই ক্যাম্পেইনটি আগামী ১২ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত চলবে।
আরও পড়ুন: প্রতি সেকেন্ডে ‘নগদ’-এ যুক্ত হচ্ছে তিনজন গ্রাহক
এই ক্যাম্পেইন বিষয়ে আরও বিস্তারিত জানতে ‘নগদ’-এর ভেরিফায়েড ফেসবুক পেইজ ও ওয়েবসাইট (nagad.com.bd) ভিজিট করুন। এ ছাড়া ‘নগদ’-এর গ্রাহক সেবা নম্বর ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন।
৩ বছর আগে
দারাজে পেমেন্ট বিকাশ করলে ১০ শতাংশ ক্যাশব্যাক
অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম দারাজে পেমেন্ট বিকাশ করলে গ্রাহকরা ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন। ৩১ আগস্ট পর্যন্ত অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
বুধবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণের এই সময়ে ঘরে বসেই অনলাইন কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট করতে গ্রাহকরা ভরসা রাখছেন বিকাশে। তাদের কেনাকাটা আরও সাশ্রয়ী করতেই দারাজে পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, গ্রোসারি, ডিজিটাল পণ্য, প্রসাধনী সামগ্রী, বাড়ির সাজসজ্জার সামগ্রীসহ বিভিন্ন ধরণের পণ্যের পেমেন্ট বিকাশ করলে মিলছে এই ক্যাশব্যাক।
দারাজ থেকে কেনাকাটার জন্য পণ্য নির্বাচন করার পর পেমেন্ট অপশন থেকে বিকাশ নির্বাচন করতে হবে। এরপর বিকাশ নম্বর ও ভেরিফিকেশন কোড দিলেই পেমেন্ট পদ্ধতির তালিকায় বিকাশ যুক্ত হয়ে যাবে। একবার বিকাশ অপশন যুক্ত হয়ে গেলে এরপর থেকে প্রতিবার শুধুমাত্র বিকাশ পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।
এই মুহূর্তে দারাজসহ সারা দেশের ২ লাখ ৫০ হাজারের বেশি ছোট-বড় অনলাইন ও অফলাইন মার্চেন্ট থেকে বিকাশ পেমেন্ট করে কেনাকাটা করতে পারছেন গ্রাহকরা। বিকাশ অ্যাপ দিয়ে মার্চেন্ট পয়েন্টে থাকা কিউ আর কোড স্ক্যান করে খুব সহজেই ক্যাশবিহীন পেমেন্ট করার সুবিধা গ্রাহককে এনে দিয়েছে বাড়তি স্বস্তি।
আরও পড়ুন: দারাজের নতুন চিফ মার্কেটিং অফিসার তাজদিন হাসান
বাজার সম্প্রসারণে কাজ করবে রিয়েলমি-দারাজ
৩ বছর আগে
অপো'র গ্রীষ্মকালীন অফারে পুরনো ফোন বদলে নতুন ফোন নেয়ার সুযোগ
স্মার্টফোনপ্রেমীদের জন্য দুর্দান্ত এক এক্সচেঞ্জ অফার চালু করেছে অপো। আজ থেকে চালু হওয়া এই অফারের আওতায় ক্রেতারা সোয়াপ অ্যাপ ও অন্যান্য অনুমোদিত চ্যানেল ব্যবহার করে নির্দিষ্ট মডেলের অপো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। অফারটি চলবে পুরো গ্রীষ্মকাল জুড়ে।
অফার চলাকালীন সময়ে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের বর্তমানে ব্যবহৃত ফোন এক্সচেঞ্জ করে অপো এফ১৯ প্রো, এফ১৯ ও রেনো৫- এই তিনটি মডেলের স্মার্টফোন এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। ব্যবহারকারীরা সোয়াপ অ্যাপ, দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত অপো শপ, সকল লাইভওয়্যার চেইন শপ এবং সকল পিকাবু অফলাইন শপ থেকে এই অফারটি গ্রহণ করতে পারবেন।
সোয়াপ অ্যাপের মাধ্যমে ব্যবহৃত স্মার্টফোন পণ্য হ্যান্ডসেটের ভ্যালু জানতে https://play.google.com/store/apps/details?id=com.swap.swap_ecommerce এই লিংকে ভিজিট করে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
এক্সচেঞ্জ সুবিধার আওতায় ক্রেতারা ২৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন এবং তিন মাসের (এফ১৯ সিরিজের জন্য ৬৫ শতাংশ ভ্যালু ব্যাক) 'বাই ব্যাক' অফার সুবিধা উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: অপো এফ১৯: স্লিম ডিজাইনের এক বহুমুখী মিডরেঞ্জার
অপো এফ১৯ এর এআই ফিচারে বদলে যাবে ছবি তোলার অভিজ্ঞতা
এই পুরো প্রক্রিয়াটি খুবই সহজ। আগ্রহীদের প্রথমে সোয়াপ অ্যাপে গিয়ে তাদের পুরনো স্মার্টফোনের মূল্য জানতে পারবেন। দাম জানার পর এক্সচেঞ্জের জন্য ক্রেতারা পছন্দের চ্যানেল (অপো আউটলেট/ লাইভওয়্যার আউটলেট/ পিকাবু.কম আউটলেট/অনলাইন ও আউটলেট ভিজিট) বাছাই করতে পারবেন। হ্যান্ডসেট ভালোমতো দেখে এবং অ্যাপের মাধ্যমে দামের বিষয় যদি মিলে যায়, তাহলে বাকি প্রক্রিয়াটুকু করবে শো-রুম ম্যানেজার।ক্রেতা যদি চূড়ান্ত দামের সাথে একমত হন, তাহলে ফোনটি এক্সচেঞ্জ করতে পারবেন এবং ওই দামের সাথে মিলিয়ে অপো নতুন স্মার্টফোন কিনতে পারবেন। আর অফার থাকাকালীন মূল দামের সাথে এক্সচেঞ্জ অফার গ্রহণকারীরা অতিরিক্ত ২৫০০ টাকা পাবেন অপোর পক্ষ থেকে ।
আগ্রহী ক্রেতাদের এই অফারটি পেতে হলে তাদের জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজ ছবি এবং সোয়াপ অ্যাপের স্ক্রিনশটের মূল্যায়ন প্রতিবেদনসহ কাস্টমার ফরম পূরণ করতে হবে।
৩ বছর আগে
শিক্ষাপ্রতিষ্ঠানের ফি বিকাশ করলেই ক্যাশব্যাক
একাডেমিক ফি পরিশোধ করলে দেশের ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ লাখ শিক্ষার্থীকে ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ওয়ালেট সার্ভিস বিকাশ। প্রতিবার ১০ টাকা করে ৬ বারে মোট ৬০ টাকা ক্যাশব্যাক পাবেন তারা।
৩ বছর আগে
বিকাশ পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক
বসন্ত উপলক্ষে ফেব্রুয়ারি মাসজুড়ে সারাদেশে ১৭০০টির বেশি দোকানে বিকাশ পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ৩০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা।
৩ বছর আগে
স্যামসাং গ্যালাক্সি নোট২০, গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ৫জির প্রি-অর্ডার শুরু
স্যামসাংয়ের গ্যালাক্সি নোট২০ ও গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ৫জির প্রি-অর্ডার শুরু হয়েছে। ইএমআই ও ক্যাশব্যাকসহ প্রি-অর্ডার অফার চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
৪ বছর আগে
নতুন বছরে স্যামসাংয়ের আকর্ষণীয় অফার
নতুন বছর উপলক্ষে পুরো জানুয়ারি মাসজুড়ে দেশব্যাপী আকর্ষণীয় অফার দিচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইলিকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং। এই ক্যাম্পেইনে ক্রেতারা নির্ধারিত মডেলের স্মার্টফোন কেনার ক্ষেত্রে পাবেন ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ছাড় সুবিধা।
৪ বছর আগে