ঘর দেয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগে
ঘরের বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার বিনিময়ে টাকা নেয়ার অভিযোগে ৩নং সগুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: কিশোরীকে বিয়ে করা সেই চেয়ারম্যানের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার উপ-সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক পত্রে ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, উক্ত ৩নং সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী কর্তৃক সংঘঠিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সেই সাথে স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে কারণ দর্শানোর চিঠিও দেয়া হয়েছে।
আরও পড়ুন: সালিশে গিয়ে কিশোরীকে বিয়ে: সেই চেয়ারম্যানের বিরুদ্ধে এবার মামলা
তবে এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী জানান, সাময়িক বরখাস্তের কোনও চিঠি এখনও তিনি পাননি।
৩ বছর আগে