পদ্মায় পানি বেড়ে নাটোর প্লাবিত
পদ্মায় পানি বেড়ে নাটোরের লালপুরে নিম্নাঞ্চল প্লাবিত
পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নাটোরের লালপুর উপজেলার তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরসমূহ তলিয়ে গেছে।
পদ্মায় পানি বৃদ্ধির ফলে উপজেলার প্রায় এক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: বন্যার আশঙ্কা: কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি আক্তার জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে লালপুর সদর, বিলমাড়িয়া ও ঈশ্বরদী ইউনিয়নের আরাজি, সুলতানপুর, বাকনাই, চরজাজিরা সহ অন্যান্য চরের সবজি, আখসহ প্রায় সকল ধরনের ফসল তলিয়ে গেছে। আক্রান্ত হয়েছে প্রায় এক হাজার পরিবার।
আরও পড়ুন: কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহিণীরা এখন কৃষাণী
ইউএনও জানান, বন্যার সকল পরিস্থিতি ওপর প্রশাসন রাখছে।
৩ বছর আগে