পোয়াপাড়া বেইলি ব্রিজ
রাঙ্গামাটিতে পোয়াপাড়া বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে
রাঙ্গামাটির কাউখালী উপজেলায় শুক্রবার রাতে অতিরিক্ত পাথরে বোঝাই ট্রাকের ভারে পোয়াপাড়া বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে যাবার ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের চালক ও তার সহকারী আহত হন।
আহতরা হলেন, ট্রাকের চালক জামাল হোসেন (৪০) ও সহকারী বাসুদেব (৪২)।
আরও পড়ুন: নগরকান্দায় বালুভর্তি ট্রাকের ভারে ভেঙে পড়ল বেইলি ব্রিজ
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন বন্ধ থাকা টেকনিক্যাল কলেজের ভবন নির্মাণের জন্য অতিরিক্ত পাথর বোঝাই ১০ চাকার ট্রাকটি পোয়াপাড়া বেইলি ব্রিজে উঠে। এরপর বিজ্রের অপর প্রান্তে যাওয়ার আগেই ট্রাকসহ বেইলি ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় কাউখালী উপজেলা থেকে নাইল্যাছড়ির সাথে বর্তমানে সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।
কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাই মার্মা জানান, ৫ থেকে ৭ টন ওজন বহনের সক্ষমতা নিয়ে ১৯৮২ সালের শেষের দিকে নির্মিত বেইলি ব্রিজটি অনেক আগেই জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। ২০০৪ সালে একইভাবে গাছ বোঝাই ট্রাকসহ ভেঙে পড়লে নতুন করে পুনরায় ব্রিজটি তৈরি করা হয়। তবে কয়েক বছর না যেতে ব্রিজটি যান চলাচলে সক্ষমতা হারিয়ে ফেলে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, নিহত ৩
রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন বলেন, ‘ট্রাকটি অতিরিক্ত ভার বহন করায় সেতুটি ধসে পড়ে। আমরা দ্রুততম সময়ের মধ্যে যান চলাচল শুরু করার চেষ্টা করছি। অতিরিক্ত পাথর বোঝাই করে পারাপারের কারণে ব্রিজটি ভেঙে পড়াতে টেকনিক্যাল কলেজের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার প্রস্ততি চলছে।’
৩ বছর আগে