জাবির সাবেক উপাচার্য
জাবির সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমানের দাফন সম্পন্ন
করোনায় প্রাণ হারানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য, প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
একই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক তাসমিনা রহমান জানান, জাবি ক্যাম্পাসে দ্বিতীয় নামাজে জানাজা শেষে শনিবার দুপুর ২টার দিকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
শুক্রবার এশার নামাজের পর সাবেক জাবি উপাচার্যের প্রথম নামাজের জানাজা রাজধানীর শান্তিনগর এলাকার আমিনবাগ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুস্তাহিদুর রহমান মারা যান।
তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
এর আগে ৪ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুস্তাহিদুর রহমান হাসপাতালে ভর্তি হন।
খন্দকার মুস্তাহিদুর রহমান ‘জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন’এর সদস্য ছিলেন। তিনি ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শোক জানিয়েছেন।
আরও পড়ুন: জাবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আক্তার
জাবিতে বরাদ্দ বেড়েছে গবেষণায়, কমেছে চিকিৎসায়
৩ বছর আগে