গাড়িবহরে হামলা
বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, আহত ২০
খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার মোল্লাহাট উপজেলার মাদরাসাঘাট এলাকায় ছাত্রদের গাড়িবহরে হামলার ঘটনাটি ঘটে।
এদিকে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। প্রায় এক ঘণ্টার সংঘর্ষে অনন্ত ২০ জন আহত হয়েছেন।
আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ সময় খুলনা-ঢাকা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
আরও পড়ুন: দুর্বৃত্তের হামলায় জনবাণী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিক আহত
এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সেখানে ছুটে আসেন। শিক্ষার্থীদের অভিযোগ আওয়ামী লীগের দোসররা পরিকল্পিত এই হামলা চালিয়েছে।
শিক্ষার্থীরা জানান, খুলনা থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার যাচ্ছিল। তাদের বাস মাদরাসাঘাট এলাকায় পৌঁছালে তাদের গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালানো হয়।
স্থানীয়দের দাবি, যাত্রীবাহী বাস বাগেরহাটের ফকিরহাটের নওয়াপড়া এলাকা থেকে শিক্ষার্থীদের বহনকরা গাড়িবহরকে বারবার চাপ দিতে থাকে ও এক পর্যায়ে পেছন থেকে শিক্ষার্থীদের গাড়িতে ধাক্কা দেয়। এ ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে ওই বাসের স্টাফদের বাকবিতণ্ডা হয়। ওই বাস এবং শিক্ষার্থীদের বহনকারী গাড়িবহর মোল্লাহাটের মাদরাসাঘাট এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে।
বাস ও বাস কাউন্টারের স্টাফদের সঙ্গে স্থানীয়রা ওই হমলায় অংশ নেয়। শিক্ষার্থীদের বহনকারী একটি গাড়ি ভাঙচুর করা হয়। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।
বৈষম্যবিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে তাদের গাড়িবহর ঢাকায় যাচ্ছিল। গাড়িবহর মোল্লাহাট এলাকায় পৌঁছালে ফ্যাসিবাদী সরকারের দোসররা তাদের ওপর হামলা চালায়। ওই হামলায় তাদের বেশকয়েকজন আহত হয়েছে।
আরও পড়ুন: 'মার্চ ফর ইউনিটি'র সমর্থনে শহীদ মিনারে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা
আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে তারা।
তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাস কাউন্টারের স্টাফদের সঙ্গে স্থানীয় লোকজন ওই হামলা চালায়।
৯১ দিন আগে
২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে অভিযোগ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) ঢাকা উত্তরের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বাদী হয়ে এ অভিযোগ দাখিল করেন।
আরও পড়ুন: বগুড়ায় হাসিনা-কাদেরসহ আওয়ামী লীগের ১০১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২০১৫ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার সময় রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করা হবে।
অভিযোগটি মামলা হিসেবে এগিয়ে যাওয়ার অনুমতি পেলে আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: নাটোরে শিক্ষার্থী হত্যা: শেখ হাসিনা, সাবেক এমপি শিমুলসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা
২২৬ দিন আগে
বরিশালের পথে ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা
বরিশাল নগরীতে বিএনপির বিভাগীয় সমাবেশস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় শনিবার সকালে দলটির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের গাড়িবহরের নয়জন আহত হয়েছেন।
বিএনপির ঢাকা দক্ষিণ সিটি শাখার নেতা ইশরাকের কিছু হয়নি এবং তিনি সকাল ৯টার দিকে সমাবেশস্থলে পৌঁছান।
ইশরাক জানান, সকালে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের গাড়িবহরে হামলা চালায়।হামলায় ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল হক ও মামুন ভূইয়াসহ বিএনপির নয় নেতাকর্মী আহত হয়েছেন।
ইশরাক আরও জানান, বরিশাল যাওয়ার পথে তারা বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ সকালে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে বহনকারী গাড়িটিকে ৫০-৬০ জন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। পরে তারা তাকে ঢাকায় ফিরিয়ে নিতে বাধ্য করে বলে জানান তিনি।
আরও পড়ুন: বরিশাল নগরীতে বিএনপির সমাবেশে যোগ দিতে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী
বরিশালে বিএনপির সমাবেশস্থলে মঞ্চ ভেঙে ২ সাংবাদিক আহত
বরিশালে বিএনপির সমাবেশ: পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে যাত্রীরা
৮৭৮ দিন আগে
শেখ হাসিনার গাড়িবহরে হামলা: পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার
২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা আসামি আরিফুর রহমান রঞ্জুকে আটক করে।
২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় হামলা চালানোর জন্য ৫০ জনের একটি দলের নেতৃত্ব দেয়ার কথা স্বীকার করেছেন সাবেক ছাত্রদল নেতা রঞ্জু। কলারোয়ায় একটি সভায় যোগ দিয়ে ঢাকায় ফিরছিলেন শেখ হাসিনা।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় খুলনার একটি আদালত রঞ্জুসহ ৫০ জনের বিচার করেন।
আরও পড়ুন: শেখ হাসিনার গাড়িবহরে হামলা: দণ্ডিত ৭ আসামির জামিন স্থগিতই থাকছে
গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, রঞ্জু ১৯৯৩ সালে কলারোয়া কলেজে ছাত্র রাজনীতি শুরু করেন। তিনি কলেজে ছাত্রদলের নেতৃত্ব দিতেন।
হাফিজ আক্তার বলেন, তদন্তের পর ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ৩ ফেব্রুয়ারি আদালত রঞ্জুকে ১০ বছরের কারাদণ্ড দেন। রঞ্জু তখন থেকেই পলাতক ছিলেন।
অতিরিক্ত কমিশনার আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রঞ্জুকে শনিবার সাতক্ষীরার আদালতে তোলা হবে।
আরও পড়ুন: শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: কলারোয়ায় মামলার সাক্ষ্য গ্রহণ পুনরায় শুরু
১৩১৯ দিন আগে