প্রবাসী বাংলাদেশি বুদ্ধিজীবী
বঙ্গবন্ধুকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠার জন্য প্রবাসী বাংলাদেশি বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান
বঙ্গবন্ধুকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করার জন্য প্রবাসী বাংলাদেশি বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।
তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ড ছিল স্বাধীনতাবিরোধী চক্রের অত্যন্ত সুপরিকল্পিত অভ্যুত্থান।
জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে শুক্রবার রাতে বঙ্গবন্ধু পরিষদ ব্রুনাইয়ের আয়োজনে ‘পনেরো আগস্ট পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বঙ্গবন্ধু পরিষদ ব্রুনাইয়ের সভাপতি মোস্তফা রেজা আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাক ড. জিয়া রহমান।
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ডা. আব্দুল্লাহ আল মামুন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ সভাপতি ডা. লাভলী রহমান, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাত মিল্টন, মালয়েশিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এটিএম এমদাদুল হক, ব্রুনাই বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর জিলাল হোসেন, ব্রুনাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বকুল, ব্রুনাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ড. নূর রহমান খোকন, রেজাউল করিম, ডা. এবিএম কামরুল হাসান প্রমুখ আলোচনায় অংশ নেন।
আরও পড়ুন: সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া ২১ আগস্টের হামলা সম্ভব ছিল না: প্রধানমন্ত্রী
১৫ আগস্টের হত্যাকাণ্ড সুপরিকল্পিত: নানক
১৫ আগস্টের ইতিহাস ভুলে গেলে বাঙালি পথভ্রষ্ট হবে: আইনমন্ত্রী
৩ বছর আগে