বনশ্রী
বনশ্রীতে বিয়ের তিন দিন পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় বিয়ের তিন দিন পর নিজ বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আফিয়া মুর্শিদা চৈতি আলমের সঙ্গে তৌহিদের বিয়ে হয় মাত্র তিন দিন আগে। তার বয়স ছিল ৩৭ বছর।
আরও পড়ুন: বনশ্রীতে ভবন থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
চৈতির ভাই ওমর ফারুক জানান, গত সপ্তাহেই পারিবারিকভাবে তৌহিদ ও চৈতির বিয়ে হয়।
ফারুক জানান, এরপর চৈতি তার স্বামীর সঙ্গে বনশ্রীর ই-ব্লকের একটি অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে চলে আসেন।
তৌহিদের পরিবারের সদস্যরা, বিশেষ করে তার মা ও বোন বিয়ের পর থেকেই চৈতির সঙ্গে দুর্ব্যবহার করে আসছিলেন।
তার শ্বশুরবাড়ির লোকজনের ‘মানসিক নির্যাতনের’ কারণে চৈতি আত্মহত্যা করতে পারে বলে দাবি করেছেন তার ভাই।
শুক্রবার রাতে তৌহিদ ফারুককে ফোন করে জানাযন, চৈতি নিজেকে একটি কক্ষে আটকে রেখেছেন এবং ফোন রিসিভ করছেন না।
দরজা ভাঙার পর চৈতিকে সিলিং ফ্যানের সঙ্গে স্কার্ফের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দক্ষিণ বনশ্রী থেকে অপহৃত শিক্ষক উদ্ধার, আটক ৫
রাজধানীর বনশ্রীতে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
১১ মাস আগে
দক্ষিণ বনশ্রী থেকে অপহৃত শিক্ষক উদ্ধার, আটক ৫
রাজধানীর দক্ষিণ বনশ্রী কাজীবাড়ি টিএন্ডটি টাওয়ার এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এসময় পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, নগদ টাকা, লাঠি, হাতুড়ি ও অপহরণে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বিলকিস ওরফে তানিয়া (৩০), মো. বিপ্লব (৩০), ইব্রাহিম হোসেন রাজু (২৯), লিংকন খলিফা (২৪) ও আমির শেখ (৩০)।
এটিপি সদর দপ্তরের পুলিশ সুপার (অপারেশন্স) মো. সানোয়ার হোসেন জানান, এক সপ্তাহ আগে ফেসবুকে অভিযুক্ত বিলকিসের সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন পুরুষ শিক্ষকের পরিচয় হয়। এরপর থেকে বিলকিস উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সহায়তা চাওয়াসহ বিভিন্ন অজুহাতে ফেসবুকে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতে থাকে।
একপর্যায়ে, গত বৃহস্পতিবার সকালে ওই শিক্ষক তার এক ভাইয়ের সঙ্গে দেখা করতে খিলগাঁও থানার রামপুরা বনশ্রী এলাকায় যান।
খবর পেয়ে বিলকিস ওই শিক্ষককে ফোনে ডেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে আলোচনার জন্য বনশ্রীর ১০ তলা মার্কেটের সামনে তার সঙ্গে দেখা করার অনুরোধ জানান।
ভুক্তভোগী শিক্ষক সেখানে গেলে গ্রেপ্তার বিলকিস তার সহযোগীদের নিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করে দক্ষিণ বনশ্রী কাজীবাড়ী টিএন্ডটি টাওয়ার এলাকার একটি বাড়ির ৬ তলার ফ্ল্যাটে নিয়ে যায়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ জালনোটসহ জব্দ, গ্রেপ্তার ৩
পরে অপহরণকারীরা ভুক্তভোগীকে হত্যার হুমকি দিয়ে হাত-পা বেঁধে লাঠি-হাতুড়ি দিয়ে নির্যাতন করে নগদ তিন হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এছাড়া, তারা মোবাইল ফোনে ভুক্তভোগীর আপত্তিকর ভিডিও রেকর্ড করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এছাড়া, একই দিনে মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা ভুক্তভোগীকে তার পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা আনতে বলে। অন্য কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী তার ভগ্নিপতির সঙ্গে ফোনে যোগাযোগ করে অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরের মাধ্যমে ২ লাখ টাকা পাঠাতে বলে।
ভুক্তভোগীর ফোন বন্ধ থাকায় এবং বুধবার তিনি বাড়ি না ফেরায় তার ভাবি রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরের দিন বৃহস্পতিবার অপহৃত শিক্ষক আবার তার ভাবির সঙ্গে ফোনে যোগাযোগ করে টাকা পাঠাতে বলেন।
অবশেষে ভুক্তভোগীর দুলাভাই বিকাশের মাধ্যমে দুইবার ৪৫ হাজার টাকা পাঠান।
এরই মধ্যে নিহতের পরিবারের সদস্যরা বিষয়টি এটিইউ সদর দপ্তরে অবহিত করেন।
অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে স্থানীয় খিলগাঁও থানা পুলিশের সহায়তায় বনশ্রীতে অভিযান চালিয়ে অপহরণকারী পাঁচজনকে আটক করে ভিকটিমকে উদ্ধার করে এটিইউ।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ১.২২ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১
পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য
১ বছর আগে
বনশ্রীতে ভবন থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রাজধানীর বনশ্রীতে একটি ভবনের সাত তলা থেকে পড়ে মোবাশ্বের হোসাইন (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার (২২ জুলাই) দিবাগত আড়াইটার দিকে দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মোবাশ্বের নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে। চলতি বছর নোয়াখালী বালিয়াকান্দি নবকৃষ্ণ হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
আরও পড়ুন: রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বর্তমানে সে রাজধানীর বনশ্রীর জি ব্লকে তার চাচাতো ভাইয়ের বাসায় থাকত।
মৃতের চাচাতো ভাই কামাল হোসেন বলেন, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মোবাশ্বের সাততলার বারান্দার বেলকনি থেকে অসাবধানতাবশত বা মাথা ঘুরে উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
১ বছর আগে
রাজধানীর বনশ্রীতে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর বনশ্রী এলাকায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে শনিবার বিকালে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত নিরঞ্জন চৌধুরী (৬৮) গাজীপুরের বাসিন্দা।
নিহতের ছোট ভাই সুব্রত চৌধুরী জানান, তার ভাই আড়াই বছর ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন।
তিনি ভারতের টাটা মেডিকেলে চিকিৎসা নেন এবং সুস্থ হন। সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। তিনি বনশ্রীতে তার মেয়ের ভাড়া বাসায় থাকতেন।
আরও পড়ুন: রাজধানীতে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মৃত্যু
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আজ (শনিবার) বিকালে রামপুরার বনশ্রীতে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।
ওসি বলেন, তবে তিনি আত্মহত্যা করেছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
সিলেটে ভবনের ছাদ থেকে পাইপ পড়ে সেনা সদস্য নিহত, আটক ৯
১ বছর আগে
বনশ্রীর জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে সোমবার সকালে একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সকাল পৌনে ১১টার দিকে 'রক্সি স্যান্ডেল' কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে খিলগাঁও ও তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
পেট্রাপোল বন্দরে আগুন লেগে পণ্যসহ ৩টি ট্রাক ভস্মীভূত
২ বছর আগে
রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজধানীর বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল সরদারের (৩৬) বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সাপ্তাইল উত্তরপাড়া গ্রামে। তিনি বেসরকারি প্রতিষ্ঠানের ড্রাইভার হিসেবে কাজ করতেন এবং ডেমরা স্টাফ কোয়ার্টারে পরিবার নিয়ে থাকতেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩
নিহতের ভাগ্নে সোহেল শেখ জানান, সাইফুল সরদার তার মোটরসাইকেলে করে রাতে বাড়ি ফিরছিলেন। বনশ্রী এলাকায় দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সাইফুলকে প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতালে নেয়া হয় এবং পরে ঢামেক হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
২ বছর আগে
বুলিংয়ের শিকার শিক্ষার্থীর মৃত্যু: ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার দশম শ্রেণির ছাত্র ১৬ বছর বয়সী কিশোর আজওয়াদ আহনাফ করিম বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকার জেলা শিক্ষা অফিসারকে উক্ত ঘটনার তদন্ত করে আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
রুলে শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং খামখেয়ালিপনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি বুলিং রোধে কেন একটি নীতিমালা তৈরি করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। শিক্ষা সচিবসহ সরকারের সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলেছেন আদালত। আদালতে আজ রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।
এর আগে গত ৮ জুলাই ‘মোটা বলে সহপাঠী ও শিক্ষকের লাঞ্ছনার শিকার মৃত কিশোরের পরিবার যা বলছে’ শিরোনামে বিবিসি বাংলায় একটি সংবাদ প্রকাশিত হয়।
আরও পড়ুন: বাংলাদেশে সাইবার বুলিংয়ের শিকার হলে কি করবেন?
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঢাকায় অ্যানোরেক্সিয়া এবং বুলিমিয়ায় আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছে, স্কুলের সহপাঠী ও শিক্ষকদের বুলিংয়ের শিকার হওয়ার ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে। ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট কয়েক হাজার মানুষ শেয়ার করেছেন, যাদের প্রায় সবাই বডিশেমিং, বুলিংয়ের মতো ইস্যুতে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, প্রতিবাদ জানিয়েছেন।
কিশোরের বাবা মো. ফজলুল করিম জানান, তাঁর ছেলের ওজন স্বাভাবিকের চাইতে বেশি হওয়ার কারণে স্কুলে তাকে প্রায় নিয়মিতই বুলিং ও উপহাসের শিকার হতে হতো। কিন্তু স্কুলে কখনো এ নিয়ে অভিযোগ জানাননি তারা। এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানাতে চান না তারা। তবে পরিবার চায় স্কুলে বুলিং বন্ধ করার জন্য যেন সরকার ব্যবস্থা নেয়। পরে ওই প্রতিবেদন সংযুক্ত করে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়। তবে সে নোটিশের কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ।
আরও পড়ুন: মাই-রেসপন্স: সাইবার বুলিং বন্ধে ইউএনডিপির অন্যন্য উদ্যোগ
৩ বছর আগে