২
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
খুলনার ডুমুরিয়া উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রবিবার দুপুর আড়াইটার দিকে মেছাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
খুলনা, ৯ জুন (ইউএনবি)-
খুলনার ডুমুরিয়া উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রবিবার দুপুর আড়াইটার দিকে মেছাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে আগুন
খর্ণিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুন্সী পারভেজ হাসান বলেন, দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসের দুই যাত্রী সামান্য আহত হন। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক।
খর্ণিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুন্সী পারভেজ হাসান বলেন, দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসের দুই যাত্রী সামান্য আহত হন। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক।
আরও পড়ুন: রাজধানীর বনানীতে নৌ সদর দপ্তরের সামনে বাসে আগুন
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসে আগুন
৫ মাস আগে
বনানীতে ফের আগুন, ২ কিশোরী নিহত
রাজধানীর বনানী এলাকার একটি দশতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় দুই কিশোরী নিহত ও একজন নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার ভোরে বনানাীর ৩ নং সড়কের ‘এফ’ ব্লকের ৭৯ নাম্বার বাড়িটির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডে তিনজন গৃহকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তাদের আহত অবস্থায় ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মিম (১৬) ও শপ্নাকে (১৪) মৃত ঘোষণা করেন। অপর গৃহকর্মী রিনতা (৩০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: বনানীর ছয়তলা ভবনে আগুন
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের স্টেশন কর্মকর্তা (মিডিয়া সেল) মোঃ রায়হানুল ইউএনবিকে জানান, রাত ১টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে রাত ২টা ৪০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৫
উল্লেখ্য, গত শনিবার দুপুরে বনানী এলাকার চেয়ারম্যান বাড়িতে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনটিতে আনন্দ টিভির অফিসও অবস্থিত।
৩ বছর আগে