স্বামী-স্ত্রীর মৃত্যু
খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নং সার্কুলার রোড এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, একই এলাকার শাহাদাত আলী খান সড়কের বাসিন্দা খান মোহাম্মদ মহসিনের ছেলে খান মোহাম্মদ শাওন (৩৫)। তিনি পেশায় সেন্টারিং মিস্ত্রি ও তার স্ত্রী জান্নাত বেগম (২৬)। এই দম্পতির চার বছরের একটি মেয়ে রয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শাওন তার পরিবার নিয়ে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নং সার্কুলার রোড এলাকার এমডি নাসির উদ্দিনের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
বাড়ির মালিক এমডি নাসির উদ্দিন বলেন, গত ৪ মাস আগে শাওন ভাড়ায় তার বাড়ির তৃতীয় তলায় ওঠেন। বৃহস্পতিবার পারিবারিক কোলহের জেরে হয়তো রড নিয়ে স্বামী-স্ত্রী একে অপরকে আঘাত করতে গিয়েছিল। আর সেই রড বিদ্যুতের তারে স্পৃষ্ঠ হওয়ায় তারা মারা যান। খবর পেয়ে ছাদে উঠে অন্য একটি লাঠি দিয়ে তাদের থেকে রডটি সরিয়ে দিলে তারা পড়ে যান।
আরও পড়ুন: চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ কিশোরী
ফায়ার সার্ভিস খুলনার টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, পারিবারিক আবেদনের প্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই লাশ মৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৩ বছর আগে
নবীনগরে নৌকাডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু, সন্তান নিখোঁজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে ঢেউয়ে নৌকা উল্টে পানিতে ডুবে রিয়াদ (৩০) ও লিজা আক্তার (২৫) নামের স্বামী-স্ত্রী মারা গেছে। সোমবার বেলা ২টার দিকে উপজেলার ভৈরবনগর-উরখুলিয়ার মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত রিয়াদ উপজেলার কাইতলার দুলাল মিয়ার ছেলে। এই ঘটনায় মারিয়া (৭) নামের তাদের শিশু সন্তান নিখোঁজ রয়েছে।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, রিয়াদ, লিজা ও তাদের শিশু সন্তান মারিয়াসহ পরিবার নিয়ে সিলেটে থাকেন। সোমবার তারা নবীনগরে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তিতাস নদীতে নৌকা ভ্রমণে বের হয়। ভৈরবনগর-উরুখুলিয়ার মাঝামাঝি আসলে পাশ দিয়ে যাওয়া স্পিডবোটের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।
তিনি জানান, এই ঘটনায় রিয়াদ ও লিজার মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। বাকি আরও তিনজন সাতরে তীরে উঠে আসে। তবে তাদের শিশু সন্তান মারিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিশ্বজুড়ে এক দশকে পানিতে ডুবে ২৫ লাখ প্রাণহানি
৩ বছর আগে