ফিশিং বোট
বঙ্গোপসাগরে অভিযানে ৩০ জলদস্যু গ্রেপ্তার : বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার
দক্ষিণ বঙ্গোপসাগরে ফিশিং বোটে দুর্ধর্ষ গণডাকাতির চেষ্টাকালে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩০ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ট্রলারও জব্দ করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোরে বঙ্গোপসাগরে এই রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম।
আরও পড়ুন: রাজধানীতে কিশোর গ্যাংয়ের হোতাসহ গ্রেপ্তার ৫
র্যাব-৭ এর পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে (চট্টগ্রাম-কক্সবাজার উপকূল) অভিযান চালিয়ে বড় ধরণের গণডাকাতির চেষ্টকালে জলদস্যুদের অবস্থান শনাক্তের পর আটক ও বিপুল অস্ত্রশস্ত্র গোলাবারুদ জব্দ করেছে র্যাব। পরে তাদের পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, এই অভিযানের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। এ লক্ষ্যে দুপুরে ২টার দিকে নগরীর পতেঙ্গা ১৫নং ফিশারি ঘাটে সংবাদ সম্মেলন করা হবে।
আরও পড়ুন: মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি রিমান্ডে, গ্রেপ্তার আরও ১ আসামি
১০ মাস আগে
বঙ্গোপসাগরে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৩ জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক জানান, সোমবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের লাবনী বিচ থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এফ বি মা মনি নামের একটি ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
তিনি বলেন, গতকাল সকালে ওই ফিশিং বোটটি কক্সবাজারের ৬ নং ঘাট থেকে ১৩ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশে গমন করে। আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। এক পর্যায়ে বোটটি ভাসতে ভাসতে গভীরে সমুদ্রে যাওয়ার পথে বোটে থাকা মাঝিরা ঘটনাটি বিসিজি স্টেশন কক্সবাজারকে অবগত করে।
পরে বিসিজি স্টেশন কক্সবাজার দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং ফিশিং বোটটিসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উদ্ধার জেলেদের তাদের পরিবারের নিকট এবং ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তাস্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: মেঘনায় নিখোঁজের একদিন পর জেলের লাশ উদ্ধার
জেলেদের জন্য ১৬ হাজার ৭২১ মেট্রিক টন ভিজিএফ বরাদ্দ
৩ বছর আগে