টি-টোয়েন্টি সিরিজ
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ে বাংলাদেশ
ঘুরে দাঁড়ানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ।
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানের একটি দুর্দান্ত লক্ষ্য তাড়া করে তিন রানের পরাজয় হয় টাইগারদের। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে বুধবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে জিততে হবে।
গত ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী হাফসেঞ্চুরিসহ অসাধারণ পারফরম্যান্স দেখালেও জয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা ধরে রাখার জন্য দ্বিতীয় ম্যাচে দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। সিরিজে সমতা লড়াইয়ের ম্যাচে সমর্থকরাও স্বাগতিকদের কাছ থেকে দারুণ পারফরম্যান্স আশা করছে।
আরও পড়ুন: বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ৯ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার বাংলাদেশ জিততে পারলে তৃতীয় ম্যাচটি হবে আক্ষরিক অর্থেই ফাইনাল।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, কামিন্দু মেন্ডিস, চরিথ আশালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থেকশানা, আকিলা ধনঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ
৮ মাস আগে
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিলেটে সোমবারের এই ম্যাচ দিয়েই পূর্ণকালীন অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেন নাজমুল হোসেন শান্ত।
এই দুই দলের শেষ পাঁচ ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা জিতেছিল তিনটি আর বাংলাদেশ দুটি। ঐতিহাসিকভাবে, শ্রীলঙ্কা বাংলাদেশের জন্য একটি কঠিন প্রতিপক্ষ ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে লঙ্কার সিংহদের সামনে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবেই হাজির হচ্ছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের আগে, শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড বলেছিলেন, তারা মনে করেন এই সিরিজে দল হিসেবে তারা ভালো পজিশনে আছে। তবে কঠিন প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশিত বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ
এই ম্যাচে জাকের আলীর হাতে টি-টোয়েন্টি ক্যাপ তুলে দেয় বাংলাদেশ। আলিস ইসলাম ইনজুরিতে আক্রান্ত হয়ে স্কোয়াড থেকে বাদ পড়ার পর তাকে দলে যোগ করা হয়। জাকের মিডল অর্ডার ব্যাটার হিসেবে খেলবেন, এমনটা আগেই ইঙ্গিত দিয়েছিলেন নাজমুল।
বাংলাদেশ তিন পেসার- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম ও লেগ-স্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়ে মাঠে নেমেছে। একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, কামিন্দু মেন্ডিস, চরিথ আশালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থেকশানা, আকিলা ধনঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা
৮ মাস আগে
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সমাপ্তির মাত্র কয়েকদিন পরই সোমবার শুরু হচ্ছে শ্রীলঙ্কা-বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বের যেকোনো জায়গা থেকে এই সিরিজ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, বাংলাদেশের দর্শকরা দুটি টিভি চ্যানেল- জিটিভি ও টি-স্পোর্টস সিরিজের লাইভ কভারেজ উপভোগ করতে পারবেন এবং র্যাবিটহোল ও টি-স্পোর্টস অ্যাপের মাধ্যমেও দেখতে পারবেন।
শ্রীলঙ্কার ভক্তরা ডায়ালগ টিভির পাশাপাশি সিয়াথা টিভিতে সিরিজটি লাইভ দেখতে পারবেন। ভারতের দর্শকরা ফ্যানকোড ওটিটি প্ল্যাটফর্মে অ্যাকশন অনুসরণ করতে পারেন।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ২৭ দেশের ক্রিকেটপ্রেমীরা এই সিরিজ স্টারজপ্লে, ইলাইফ ও ক্রিকবাজ-এ দেখতে পারবেন।
মালয়েশিয়ায় সিরিজটি সম্প্রচার করবে অ্যাস্ট্রো, আর উইলোতে দেখতে পারবেন উত্তর আমেরিকার ২৩টি দেশের নাগরিকরা।
এছাড়াও বিশ্বের অন্যান্য অংশের অনুরাগীদের জন্য সিরিজটি র্যাবিটহোল এবং টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৪ মার্চ সোমবার, বাকি দুটি ম্যাচ ৪ এবং ৯ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। টি-টোয়েন্টি সিরিজের পর, দুই দলই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য চট্টগ্রামে যাবে।
৮ মাস আগে
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা নারী দলের জয়ে সমতা
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ১১ মে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৭ উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা নারী দল এবং ১৮ দশমিক ৩ ওভারে ১০০ রানে আটকে যায় বাংলাদেশ।
বাংলাদেশ নারী দলের শামীমা সুলতানা সর্বোচ্চ ১৮, রুবিয়া হায়দার ১৬ ও সোবহানা মোস্তারি ১৮ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন উদেশিকা প্রবোধানি, সুগন্ধিকা কুমারী, ইনোকা রাণাবীরা ও কাভিশা দিলহারি।
জবাবে শ্রীলঙ্কার নারী অধিনায়ক চামারি আথাপাথু ২৭ বলে ছয়টি চার ও একটি ছক্কাসহ ৩৩ রান করেন।
আরও পড়ুন: 'সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ' চালু করার পরিকল্পনা করছে সৌদি আরব
হার্শিথা সামারাবিক্রমা ৪২ বলে ২৯ রানে অপরাজিত থাকায় শ্রীলঙ্কা নারী দল ১৮দশমিক ৩ ওভারে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্য অর্জন করে। কাভিশা দিলহারি ১৮ বলে ২০ রান করে অবদান রাখেন।
বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও রাবেয়া খান।
আগামী ১২ মে একই ভেন্যুতে সিরিজের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজের শিরোপা তুলে নেবে।
আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টি: বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে আয়ারল্যান্ডের জয়
১ বছর আগে
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ।
মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিং ইংল্যান্ডকে ১১৭ রানে গুটিয়ে ফেলতে সাহায্য করেছিল। এরপর নাজমুল হোসেন শান্তর ৪৭ বলে ৪৬ রানে অপরাজিত থাকার ছন্দ, ৭ বল বাকি থাকতেই টাইগারদের জয়ের পথ দেখায়।
এই জয়ের মধ্যদিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড করেছে বাংলাদেশ।
একই ভেন্যুতে আগামী মঙ্গলবার সিরিজের বাকি একটি ম্যাচ খেলা বাকি আছে।
শেষ ১৮ বলে বাংলাদেশের দরকার ছিল ১৬ রান। ১৭ তম ওভারে জফরা আর্চার মাত্র তিন রান দেন এবং আফিফ হোসেনের উইকেট তুলে নেন।
১৯তম ওভারে টানা দুটি ৪ মেরে জয় নিশ্চিত করেন তাসকিন আহমেদ।
ইংল্যান্ডের হয়ে আর্চার ছিলেন সেরা বোলার; তিনি চার ওভারে ১৩ রানে তিন উইকেট নেন।
আরও পড়ুন: ক্যারিয়ারের সেরা বোলিংয়ে মিরাজের রেকর্ড, ইংল্যান্ড ১১৭ রানে অলআউট
এর আগে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডানহাতি স্পিনার মেহেদি হাসান মিরাজ তার ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার রেকর্ড করেছেন। তিনি ১২ রানে চার উইকেট নিয়েছেন।
ইংল্যান্ড ৬ ওভার ৩ বলে দুই উইকেট হারিয়ে ৫০ রান করেছিল। এরপর থেকেই তারা নিয়মিতভাবে উইকেট হারায়।
ইনিংসের ২য় ওভারের ২য় বলে তাসকিন আহমেদের বলে ক্যাচ আউট হন ৮ বল খেলে ৫ রান নেয়া ডেভিড ম্যালান। ক্যাচ নেন হাসান মাহমুদ।
ইংল্যান্ড ওপেনার ফিলিপ সল্ট চালিয়ে খেলছিলেন। তবে সপ্তম ওভারে সাকিব আল হাসানের শিকার হন সল্ট। ১৯ বলে ২৫ রান সংগ্রহ করেন সল্ট।
অষ্টম ওভারের শেষ বলে সুন্দর ইয়র্কার দিয়ে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে বোল্ড করেন হাসান মাহমুদ।
এরপরের চার উইকেট একাই নেন মেহেদি।
নবম ওভারে তিনি মঈন আলীকে দিয়ে উইকেট শিকার শুরু করেন।
১৫তম ওভারে মেহেদি লিটন দাসের স্টাম্পিং সহায়তায় স্যাম কারেন ও ক্রিস ওকসের উইকেট নেন। এই ম্যাচে মেহেদির চতুর্থ শিকার ছিলেন ক্রিস জর্ডান।
বাংলাদেশি বোলারদের চাপে সারা ইনিংসে ইংল্যান্ড স্থির হয়ে দাঁড়াতে পারেনি।
ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের বল মারতে গিয়ে ২৮ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন বেন ডাকেট।
শেষ পর্যন্ত ১০ উইকেটে ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
আরও পড়ুন: টি-২০ সিরিজ: উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ
ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলকে সাকিব আল হাসান
১ বছর আগে
আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতকে মঙ্গলবার রাতে ৩২ রানে হারিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।
এর আগে প্রথম ম্যাচে সাত রানে জয় পায় টাইগাররা। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের বিপেক্ষ জয়ের আশা তৈরি করলেও সেই তুলনায় দ্বিতীয় ম্যচে তারা ঘুরে দাঁড়াতে পারেনি।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং অস্ট্রেলিয়ায় আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের অনুশীলনে আরও ভালো সুযোগ দিতে এই সিরিজের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৬৯ রান করে। জবাবে সংযুক্ত আরব আমিরাত পাঁচ উইকেটে ১৩৭ রানে গুটিয়ে যায়। ম্যাচের পাশাপাশি সিরিজও হারে স্বাগতিক দলটি।
বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন দুটি এবং তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট শিকার করেন।
সংযুক্ত আরব আমিরাতের পক্ষে অধিনায়ক চুন্দাঙ্গাপয়িল রিজওয়ান অর্ধশতক হাঁকান। তবে তার একমাত্র প্রচেষ্টা দলের হার এড়াতে যথেষ্ট ছিল না। এছাড়া ব্যাট হাতে বাসিল হামিদ ৪২ রান করেন।
এর আগে ডানহাতি ব্যাটার মেহেদি হাসান মিরাজ আবারও ইনিংস শুরু করে ৩৭ বলে পাঁচ চারের সাহায্যে ৪৬ রান করেন।
পড়ুন: নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ: বাংলাদেশের দল ঘোষণা
অপর ওপেনার সাব্বির রহমান ভালো শুরু করলেও ইনিংস লম্ব করতে ব্যর্থ হন। তিনি ৯ বলে এক চার ও ছক্কায় ১২ রান করে আউট হন।
লিটন দাস ২৫ রান করেন। তিনিও সাব্বিরের মতো ইনিংস বড় করতে পারেন নি।
বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন ২২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন।
ষষ্ঠ উইকেটে ইয়াসির আলী ও অধিনায়ক নুরুল হাসান সোহান ১৮ বলে ৩২ রান করেন।
শেষ পাঁচ ওভারে বাংলাদেশ ৪৩ রান তুলতে সক্ষম হয়।
সংযুক্ত আরব আমিরাতের পক্ষে আয়ান আফজাল খান দুটি এবং সাবির আলি, আরিয়ান লাকরা ও কার্তিক মিয়াপ্পান একটি করে উইকেট নেন।
পড়ুন: বিপিএল: ‘বিশ্বের দ্বিতীয় সেরা’ থেকে ‘সেরা ঘরোয়া’ লিগ
প্রথম টি-টোয়েন্টি: আরব আমিরাতের বিপক্ষে কষ্টার্জিত জয় সোহানদের
২ বছর আগে
ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে। ১ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দু’দলের মধ্যে সিরিজর প্রথম ম্যাচ শুরু হবে।
কিউইদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান দুপুরের দিকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে খেলোয়াড়দের ঢাকার একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে।
নিউজিল্যান্ডের দুই সদস্যের পর্যবেক্ষক দল এবং দুই খেলোয়াড় ইতোমধ্যেই বাংলাদেশে রয়েছেন এবং কোয়ারেন্টাইনে আছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মঙ্গলবার থেকে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে এবং এই সিরিজের প্রস্তুতি শুরু করার আগে তিন দিনের কোয়ারেন্টেইনে থাকবে।
সিরিজের অন্য ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর। সব ম্যাচই শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।
এই সিরিজের জন্য ইতোমধ্যে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব।
সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশ ৪-১ ব্যবধানে জিতেছিল। ওই সিরজে এই তিনজন দলের বাইরে ছিলেন।
আরও পড়ুন: আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় সাকিব
চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড
মুশফিক ইস্যুতে অস্ট্রেলিয়ার সমালোচনায় ডমিঙ্গো
বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মুসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন , শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেট রক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেজেন, কোল ম্যাকননিক, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।
৩ বছর আগে