মাটির রাস্তা
রাস্তার কারণে বিয়ে হচ্ছে না অনেক তরুণ-তরুণীর!
মেগাসিটি খ্যাত চট্টগ্রাম মহানগরীর পাশের উপজেলা সীতাকুণ্ড। এ উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ ঢালিপাড়া গ্রামের ২ হাজার ৪০০ মিটার রাস্তা এলাকাবাসীর জন্য যেন অভিশাপ। যাতায়াতের কারণে এই গ্রামের অনেক ছেলে-মেয়ের বিয়ে হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হলেও এখনো উপজেলায় বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তা কাঁচা রয়ে গেছে। আর এ কাঁচা রাস্তাগুলো এখন ওই এলাকার গ্রামবাসীর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গত ৩০ বছর ধরে গ্রামবাসীকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে রাস্তাগুলো পানি-কাঁদায় একাকার হয়ে যায়। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় কাদা মাড়িয়ে চলাচল করতে হয় ওইসব গ্রামের হাজারো মানুষের।
রাস্তার অবস্থা খারাপ হওয়ায় প্রতিবছর বর্ষার সময় ৩-৪টি গ্রামের সাথে মুরাদপুর ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম ভোগান্তি পোহাতে হয় স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীর ও চাকরিজীবীদের।
আরও পড়ুন: শাপলা তুলে জীবিকা চলে মাগুরার রহিতোষ মল্লিকদের
স্থানীয় এলাকাবাসী জানান, শুধুমাত্র যাতায়াতের কারণে এই গ্রামের অনেক ছেলে-মেয়ের বিয়ে হচ্ছে না।
সরেজমিনে দেখো গেছে, যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় অসুস্থ হলে চিকিৎসা নিতে বিড়ম্বনার শিকার হতে হয়। সামান্য বৃষ্টিতে রাস্তা কাদায় ভরে যায় কোনো যানবাহন চলাচল করতে পারে না। এমনকি হেঁটেও চলাচল করা দুঃসাধ্য হয়ে উঠে।
একাধিক গ্রামবাসী জানান, বৃষ্টির সময় অনেক ভোগান্তি পোহাতে হয়। আবার শুকনো মৌসুমেও রাস্তায় ধুলোর কারণে অনেক সমস্যায় পড়তে হয়।
হাসনাবাদ গ্রামের রাবেয়া বেগম বলেন, মেয়ে বড় হয়েছে। বিয়ে দেয়ার সময় চলে যাচ্ছে। বিয়ে হচ্ছে না। গত এক বছরে মেয়ের জন্য ৪-৫টা ঘর এসেছে, কিন্তু যাতায়াতের এ দুরবস্থা দেখে কেউ সম্পর্ক করতে রাজি হয় না।
৩ বছর আগে